সোমবার থেকে শহরে বাড়ছে মেট্রোর সংখ্যা

Spread the love

১৫ নভেম্বর থেকে শহরে বাড়ছে মেট্রোর সংখ্যা। কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, আগামী সোমবার থেকে ৬টি বাড়তি মেট্রো চালানো হবে অর্থাৎ ২৬৬টির পরিবর্তে সারাদিনে চলবে ২৭২টি মেট্রো (১৩৬ আপ ও ১৩৬ ডাউন)। দিনের ব্যস্ত সময়ে ৫ মিনিটের ব্যবধানে চলবে দুটি ট্রেন। এই পরিষেবা মিলবে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। ২৭২টির মধ্যে ১৭৩টি (৮৬ আপ ও ৮৭ ডাউন) মেট্রো চলবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে।

১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলছে সরকারি ও বেসরকারি স্কুল। তার আগের দিন থেকেই বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। মেট্রোর পরিষেবা বাড়ানোর ফলে স্কুলে যাতায়াতে অনেকটাই সুবিধা হবে ছাত্র-ছাত্রী ও শিক্ষাকর্মীদের।

দিনের প্ৰথম পরিষেবা :

দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায়।

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায়।

দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায়।

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায়।

দিনের শেষ পরিষেবা :

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ১৮ মিনিটে।

দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে।

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে।


শনিবার ট্রেনের সূচি :

আগামী ২০ নভেম্বর অর্থাৎ শনিবার থেকে সকাল ৭টা থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত চালানো হবে ২২০টি মেট্রো। তার মধ্যে ১৫৭টি কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলবে। দিনের ব্যস্ত সময়ে দুটি ট্রেনের মধ্যে ব্যবধান থাকবে ৭ মিনিট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*