পেট্রোপণ্যের ওপর রাজ্য সরকারি ট্যাক্স ছাড়ের দাবিতে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের মানিকতলা থেকে হাসপাতাল মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে বিজেপি। তারপর তমলুক হসপিটাল মোড়ে একটি পথসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি বলেন, জনগণের ট্যাক্সের টাকায় আগের বছরে ৬ কোটি টাকা ব্যয় করে প্লেন চড়তেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ভাইপো। এখন মাসে ছত্রিশ কোটি টাকা ব্যয় করে দশ সিটার প্লেন ভাড়া নিয়েছে ত্রিপুরা আর গোয়া দখল করার লক্ষ্যে ছুটছেন। আর তিনি হবেন দেশের প্রধানমন্ত্রী? এরাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, ভাতা নির্ভর রাজ্য, নির্ভরশীল বাংলা, দু-টাকার চাল নাও, ভাতা নাও, ঠেলা নাও, মায়েদের পাঁচশো টাকা দিতে পারব কিন্তু এসএসসি দিয়ে তোমার ছেলেকে চাকরি দিতে পারব না। এই হচ্ছে রাজ্য সরকারের জনগণের প্রতি ভালবাসা।
বৃহস্পতিবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে চাঁচাছোলা ভাষায় গালিগালাজ করেছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে কিছু চামচাদের জেলায় পাঠিয়ে দেন এবং এই জেলাতেও কিছু চামচা রয়েছে। যারা এই ধরনের ভাষা ব্যবহার করে। এরা প্রত্যেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্কুলে তৈরি। যত গালিগালাজ করবে, তত এদের প্রমোশন হবে। এরা মাধ্যমিক পাস করেনি। কয়েকটা পত্রিকা এবং চ্যানেল চালিয়েছে। এই সমস্ত লোকদের নেতা বানিয়ে দিয়েছে। এরা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকর। মাঝে মাঝে পাঠিয়ে দেন এখানে নোংরা ভাষায় গালিগালাজ করতে। যারা নোংরা কথা বেশি বলতে পারবে, তাদের নম্বর বাড়বে। পুলিশদের তোলা তোলার লাইসেন্স পাবে।
Be the first to comment