তপসিয়ায় পুড়ে ছাই ঝুপড়ির একাংশ

Spread the love

শীতের শুরুতে ফের অগ্নিকাণ্ড কলকাতার ঝুপড়িতে। শুক্রবার দুপুরে তপসিয়ায় ২৮ নম্বর বাসস্ট্যান্ডের কাছে মজদুর বস্তিতে ভয়াবহ আগুন লাগে। ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও বেশ কয়েকটি ঝুপড়ি ভস্মীভূত হয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই।

স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার দুপুরে আগুনের শিখা দেখা যেতেই দমকলে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় ৫টি ইঞ্জিন। সঙ্গে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দল। তবে অপরিসর রাস্তায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের।

আগুন লাগার খবর পেয়েই বস্তি খালি করে দেন বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। ফলে হতাহতের খবর নেই। প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে বেশ কয়েকটি ঝুপড়ি।

কী ভাবে আগুন লাগল তা জানতে তদন্ত শুরু করেছে দমকল। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে অগ্নিকাণ্ডের পিছনে প্রোমোটারচক্রের যোগ থাকতে পারে বলে মনে করছেন অনেকে। এদিনের অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়েছে বেশ কয়েকটি পরিবার। শীতের শুরুতেই ছাদ হারিয়ে খোলা আকাশের নীচে এসে দাঁড়িয়েছে তারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*