মহাকাশে মাধ্যাকর্ষণ শক্তির অভাবে মানুষের মেরুদণ্ডের হাড় প্রসারিত হয়। তবে পৃথিবীতে ফেরার পর সেই বাড়তি উচ্চতা কমে মহাকাশচারী স্বাভাবিক উচ্চতায় ফিরে আসেন।
জাপানী মহাকাশচারী নরশিগে কানাই,প্রথম কোনো জাপানি হিসেবে তিনি ছয় মাসের জন্য আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে আছেন। জাপানী ভাষায় করা একটি ট্যুইটে তিনি প্রথমে জানিয়েছিলেন, মহাকাশে তাঁর উচ্চতা মাপা হয়েছিলো, সে ৯ সেমি লম্বা হয়ে গেছে। সাধারণত মহাকাশে যাওয়ার পর মহাকাশচারীদের উচ্চতা গড়ে দুই থেকে পাঁচ সেমি বেড়ে যায়। এই নিয়ে সংশয় প্রকাশ করেন আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে তাঁর কমান্ডার অ্যান্টন শাকাপ্লেরভ। তারপরে নরশিগে কানাই দ্রুত আরেকবার নিজের উচ্চতা পরিমাপ করেন। তখন দেখতে পান নিজের উচ্চতার চেয়ে মাত্র দুই সেন্টিমিটার বেড়েছেন তিনি। এরপরে নিজের ট্যুইটে তিনি ক্ষমাপ্রার্থনা করে লিখেছেন, ‘এটি তাহলে একটি পরিমাপের ভুল।’
সুত্র থেকে প্রাপ্ত
ফাইল ছবি
Be the first to comment