বিএসএফ নিয়ে মোদীকে চিঠি মমতার

Spread the love

বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফের কাজের সীমানা বৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শনিবার তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় এই কথা জানিয়েছেন ৷ এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি প্রস্তাব পাস করা হবে বলেও তিনি জানিয়েছেন ৷

প্রসঙ্গত বিএসএফের কাজের সীমানা বৃদ্ধি নিয়ে বেশ কয়েকদিন ধরেই বিতর্ক চলছে ৷ শুধু পশ্চিমবঙ্গ নয়, এই বিতর্ক ছড়িয়েছে পঞ্জাব-রাজস্থানেও ৷ বিভিন্ন মানবাধিকার সংগঠনও কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে ৷

এতদিন সীমান্ত থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত কাজের এক্তিয়ার ছিল বিএসএফের ৷ কিন্তু সম্প্রতি সেই সীমা বাড়িয়ে দেয় কেন্দ্র ৷ বদলে বিএসএফের কাজের এক্তিয়ার সীমান্ত থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত করে দেওয়া হয় ৷ আর এই নিয়েই বিতর্ক তৈরি হয়েছে ৷

সৌগত রায়ের অভিযোগ, কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়ে রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করছে ৷ এই নিয়ে ইস্যুতে সংসদেও তাঁরা সরব হবেন ৷ তাছাড়া সীমান্তে কাঁটাতার দেওয়ার কাজও কেন্দ্রের করা উচিত ৷ রাজ্য শুধু এতে সাহায্য করবে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে পঞ্জাব সরকারও কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করেছে ৷ তারা সেখানকার বিধানসভায় এর বিরুদ্ধে ইতিমধ্যে প্রস্তাব পাস করিয়েছে ৷ এবার সেই পথে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারও ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*