পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন দিনে পালন করা হয় শিশু দিবস ৷ স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনে এদেশে পালিত হয় এই দিনটি ৷ রবিবার তাঁর ১৩২ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন পার্ক স্ট্রীটে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য জানান তিনি।
১৯৫৪ সালে, রাষ্ট্রসংঘ ২০ নভেম্বরকে সর্বজনীন শিশু দিবস হিসাবে ঘোষণা করে ৷ ভারতেও প্রতি বছর ওই তারিখেই দিনটি পালন করা হলেও ১৯৬৪ সালে নেহরুর প্রয়াণের পর সর্বসম্মতিক্রমে ভারতে তাঁর জন্মদিনকে শিশু দিবস হিসাবে উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
Be the first to comment