স্বামী বিবেকানন্দের ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাবুঘাটের গঙ্গাসাগর ক্যাম্প থেকে বিবেক চেতনা উৎসব ও গঙ্গাসাগর মেলার শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলা নিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন,
গঙ্গাসাগর মেলায় ভারত সরকার ১ টাকাও সাহায্য করে না। তারপরও আমরা গঙ্গাসাগর মেলার জন্য সব রকম ব্যবস্থা করেছি।
গঙ্গাসাগর মেলায় কোনও তীর্থযাত্রী মারা গেলে, তাঁর জন্য ৫ লাখ টাকা বীমার ব্যবস্থা করেছি।
গঙ্গাসাগর মেলায় যারা যান তাঁরা অনেক কষ্ট করে যান। মনে রাখবেন জল পেরিয়ে লক্ষ লক্ষ তীর্থযাত্রী মেলায় যান। এটা সোজা ব্যাপার না।
আমরা গঙ্গাসাগরে সব রকম উন্নয়ন করেছি। রাস্তাঘাট থেকে শুরু করে কপিল মুনির মন্দির সাজানো হয়েছে। গেট তৈরি হয়েছে।
রিপোর্টারঃ রফিকুল জামাদার
Be the first to comment