মেঘলা ভাব কেটেছে। আকাশ পরিষ্কার। উত্তুরে হাওয়া বিনা বাধা ঢুকতেই রাজ্যে ফিরছে ঠান্ডা। বৃহস্পতিবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। যার জেরে শীত-শীত ভাব অনুভূত হয়েছিল। শুক্রবারও সেটা বজায় রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া আগামী কয়েক দিন এ রকমই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার সারা দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রার পারদ বৃহস্পতিবারের মতো রয়েছে ১৯.৮ ডিগ্রি সেলসিয়াসে। যদিও এখনও তা যা স্বাভাবিকের থেকে দু’ডিগ্রি বেশি।
Be the first to comment