‘গণতন্ত্রের জন্য বিপজ্জনক পরিবারতন্ত্র’, সংবিধান দিবসে কর্তব্যের পথে চলার বার্তা প্রধানমন্ত্রীর

Spread the love

আজ সংবিধান দিবস ৷ এই উপলক্ষ্যে সংসদের সেন্ট্রাল হলে একটি বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাম না করে পরিবারতন্ত্রের প্রসঙ্গ টেনে গান্ধী-নেহেরু পরিবারকে আক্রমণ করেন ৷ এমনকি পরোক্ষে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকেও ঠেস দেন ৷ কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস-সহ মোট ১৪টি বিরোধী দল সংসদে আয়োজিত এই অনুষ্ঠানে আসেনি ৷

সংবিধান দিবস অনুষ্ঠানেও বিরোধীদের রেয়াত করেননি প্রধানমন্ত্রী ৷ মোদী অভিযোগ করেন, দেশ তার লোকতান্ত্রিক চরিত্র হারিয়ে ফেলেছে ৷ এখন দেশে কাশ্মীর থেকে কন্যাকুমারী রাজনৈতিক দলগুলি ‘পারিবারিক পার্টি’তে পরিণত হয়েছে ৷ তবে তাতেও তাঁর আপত্তি ছিল না, কারণ মানুষের দ্বারা নির্বাচিত হয়ে একই পরিবারের একাধিক সদস্য ক্ষমতায় আসতে পারে ৷

এরপরই মোদী বলেন, পার্টি ফর দ্য ফ্যামিলি, পার্টি বাই দ্য ফ্যামিল, আর কিছু বলার দরকার আছে? যদি প্রজন্মের পর প্রজন্ম ধরে একটি পরিবারই পার্টি চালায়, তাহলে তা সুস্থ গণতন্ত্রের জন্য ভাল নয় ৷ এই চরিত্র লোকতান্ত্রিক ভাবনার বিরোধী, পরিবারবাদী।

নামোল্লেখ না করে নেহরু সরকারকে আক্রমণ করে তিনি বলেন, ১৯৫০ সাল থেকেই এই দিন উদযাপন করা উচিত ছিল ৷ এই দিনে সংবিধান প্রণয়ন করা হয়েছিল ৷ কিন্তু কয়েকজন তা করেনি ৷ এই দিনে আমরা যা করছি, তা ঠিক না ভুল, এটা বিচার করার জন্য পালন করা দরকার ৷ নাম না করে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে ঠেস দিয়ে তিনি জানান, দেশ স্বাধীন হওয়ার পর শাসক হিসেবে কর্তব্য নয়, অধিকারকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল ৷ কিন্তু কর্তব্যকে গুরুত্ব দিলে আপনা আপনি অধিকার পায় মানুষ ৷ এই দিনটিকে সংসদকে স্যালুট জানানোর দিন হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী ৷ সংবিধান প্রণয়নে বাবাসাহেব আম্বেদকর ও বাকিদের অবদানের কথা স্মরণ করিয়ে দেন তিনি ৷ শ্রদ্ধা জানান স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধি ও অন্য স্বাধীনতা সংগ্রামীদের ৷

সংবিধান প্রসঙ্গে মোদী বলেন, বৈচিত্রময় এই দেশকে ঐক্যবদ্ধ করে আমাদের সংবিধান ৷ অনেক বাধা পেরিয়ে এবং দেশীয় রাজ্যগুলিকে একত্র করে তারপর সংবিধানের খসড়া প্রণয়ন করা হয়েছিল ৷ তাঁর বক্তব্যে উঠে আসে ২৬/১১-এর মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলার প্রসঙ্গ ৷ এদিন যে সব সাহসী জওয়ান, পুলিশকর্মীরা প্রাণ হারিয়েছেন, আত্মবলিদান দিয়েছেন, তাঁদের সকলের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*