শুক্রবার সকাল থেকে দফায় দফায় বৈঠক শেষে সর্ব সম্মতিতে ১৪৪ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত তৃণমূলের। প্রার্থী তালিকা ঘোষণা শুরুতেই তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, সংখ্যালঘু, মহিলাদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
১৪৪ আসনে গতবারের জয়ী প্রার্থীদের মধ্যে ৮৭ জনকে এবারও মনোনয়ন দেওয়া হয়েছে। ৩৯ জন বিদায়ী কাউন্সিলরকে এবারে প্রার্থী করা হচ্ছে না বলে জানিয়ে দিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। পুরভোটে আবারও লড়বেন কলকাতার ৬ বিধায়ক। ফের প্রার্থী হচ্ছেন ফিরহাদ হাকিম, অতীন ঘোষ, দেবাশিষ কুমার, দেবব্রত মজুমদার এবং মালা রায়। প্রার্থী তালিকায় বাদ পড়েছেন শান্তনু সেন।
ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১ ডিসেম্বর। ৪ ডিসেম্বরের মধ্যে প্রত্যাহার করা যাবে মনোনয়ন। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ২২ ডিসেম্বরের মধ্যে শেষ হবে ভোট গণনা। বৃহস্পতিবার দুপুর ১২টায় সাংবাদিক বৈঠক করবে রাজ্য নির্বাচন কমিশন অর্থাৎ অবশেষে যাবতীয় টানাপোড়েন কাটল। আজ থেকেই লাগু হচ্ছে আদর্শ আচরণবিধি।
শুধু তাই নয় বৃহস্পতিবার থেকেই জমা দেওয়া যাবে মনোনয়ন। তবে হাওড়া পুরনির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। অর্থাৎ ১৯ ডিসেম্বর হাওড়ায় পুরনির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
Be the first to comment