শতবর্ষের ডার্বিতে ছিন্নভিন্ন এসসি ইস্টবেঙ্গল। অ্যান্তনীয় লোপেজ হাবাসের আগ্রাসী এটিকে মোহনবাগানের সামনে কার্যত বিধ্বস্ত হয়ে গেল লাল-হলুদ শিবির। ঐতিহাসিক ডার্বিতে এসসি ইস্টবেঙ্গলকে ৩-০ গোলে হারিয়ে ইতিহাসের খাতায় নাম লিখিয়ে ফেললেন সবুজ-মেরুন ফুটবলাররা। এই বিরাট জয়ের ফলে ফের লিগ টেবিলের শীর্ষস্থানে উঠে এল সবুজ-মেরুন শিবির।
নিজেরা ‘আন্ডারডগ’ ম্যাচের আগে একথা একেবারেই মানতে চাননি এসসি ইস্টবেঙ্গল কোচ ম্যানুয়েল মানোলো দিয়াজ। তিনি বরং পালটা হুঙ্কারই দিচ্ছিলেন। কিন্তু সাংবাদিক বৈঠকে তিনি যতটা আস্ফালন দেখালেন, খেলার মাঠে তাঁর দল ঠিক ততটাই খারাপ খেলল। ঐতিহাসিক ডার্বিতে নিখুঁত টিমগেমেই বাজিমাত করলেন হাবাস।
এদিন ম্যাচের একেবারে শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে নামেন সবুজ-মেরুন ফুটবলাররা। জনি কাউকো, হুগো বুমোস, মনবিন্দর সিং, রয় কৃষ্ণ, লিস্টন কোলাসো, প্রীতম কোটালরা যখন একযোগে আক্রমণে যাচ্ছিলেন, তখন ইস্টবেঙ্গল রক্ষণ যেন থরহরি কম্পমান হয়ে যাচ্ছিল। সেই নড়বড়ে রক্ষণের সুযোগ নিয়েই ম্যাচের ১২ মিনিটে প্রথম গোল পান রয় কৃষ্ণ।
এক্ষেত্রে ডানপ্রান্ত থেকে তাঁকে নিখুঁত পাস বাড়ান মনবিন্দর। মিনিট দুয়েক বাদেই ডানপ্রান্ত জোরাল শটে ফের লাল-হলুদ জালে বল জড়ান মনবিন্দর নিজে। এবারে তাঁকে নিখুঁত পাস বাড়ান সদ্য ইউরো কাপ খেলে আসা জনি কাউকো। ম্যাচের তৃতীয় গোলটি আসে লাল-হলুদ গোলরক্ষক অরিন্দমের ভুলে। এবারে গোল করেন লিস্টন। এরপর প্রথম এবং দ্বিতীয় দুই অর্ধেই ভুরি ভুরি সুযোগ পান সবুজ মেরুন ফুটবলাররা। ফিনিশিং ভাল হলে খেলার ফল আরও লজ্জাজনক হতে পারত লাল-হলুদের জন্য।
Be the first to comment