ত্রিপুরায় পুরভোটের গণনা ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। ১৩টি পুরসভা এবং ৬টি নগর পঞ্চায়েতের নির্বাচনের গণনা। ষোলটি কাউন্টিং সেন্টারে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। গণনাকক্ষ থেকে গণনাকেন্দ্র, মোতায়েন BSF এবং CRPF।
কাউন্টিং হলের বাইরেও নিরাপত্তায় মোতায়েন রাজ্য পুলিস এবং ত্রিপুরা স্টেট রাইফেলস। কোভিড বিধি মেনে গণনায় জোর। সকাল ৮টা থেকে গণনা শুরু। মোট ৩৩৪টি ওয়ার্ডের মধ্যে ১১২টিতে ইতিমধ্যে জিতে গিয়েছে বিজেপি। আগেই মোহনপুর, উদয়পুর, রানিরবাজার, শান্তিরবাজার, বিশালগড় পুরসভা এবং কমলপুর ও জিরানিয়া নগর পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে শাসকদল।
বৃহস্পতিবারের পুরভোটে হামলা, মারধর, ভোটদানে বাধা দেওয়ার বিস্তর অভিযোগ করেন বিরোধীরা। তৃণমূল ও বামেদের অভিযোগ তাঁদের প্রার্থীদের নিগ্রহ করা হয়েছে। সমস্ত অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে। যদিও সব অভিযোগ খারিজ করেছে ত্রিপুরার শাসকদল। ফলাফল ঘোষণার পর যাতে কোনও হিংসা না হয়, সেজন্য কর্মী-সমর্থকদের উদ্দেশে আগাম বার্তা দিয়েছে বিপ্লব দেব সরকার।
Be the first to comment