করোনার নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনের সংক্রমণ রুখতে তৎপর ভারত সরকার ৷ তাই বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য নতুন করে নির্দেশিকা জারি করা হল সরকারের তরফে ৷ সেখানে বলা হয়েছে, যে সমস্ত দেশকে এই ভ্য়ারিয়্যান্টের সংক্রমণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে ৷ সেই সমস্ত দেশ থেকে যাত্রীদের বিমানবন্দরেই কোভিড-১৯ এর পরীক্ষা করাতে হবে ৷ করোনার প্রতিষেধক নেওয়া থাকলেও এই পরীক্ষা করাতে হবে বলে ওই নির্দেশিকায় জানানো হয়েছে ৷
একই সঙ্গে জানানো হয়েছে, বিমান ধরার ৭২ ঘণ্টা আগেও একবার পরীক্ষা করাতে হবে ৷ বিমানবন্দরের পরীক্ষায় কারও কোভিড পজিটিভ এলে তাঁকে আলাদা করে রাখা হবে ৷ আর জিনোম সিকোয়েন্সের জন্য অন্যান্য পরীক্ষাও করা হবে ৷ তবে যাঁদের রিপোর্ট নেগেটিভ হবে, তাঁদের বিমানবন্দর থেকে যেতে দেওয়া হবে ৷ কিন্তু তাঁদেরও সাত দিন আইসোলেশনে থাকতে হবে ৷ তার পর ভারতে আসার পর অষ্টম দিনে আরও একবার করোনার পরীক্ষা করাতে হবে ৷
তবে যে দেশগুলি করোনার ওমিক্রন ভ্যারিয়্যান্টের ক্ষেত্রে এখন ঝুঁকিপূর্ণ নয়, সেই দেশগুলি থেকে যাঁরা আসবেন, তাঁদের মধ্যে ৫ শতাংশ যাত্রীর পরীক্ষা করা হবে ৷ এখানে উল্লেখ করা প্রয়োজন, করোনার ওমিক্রন ভ্যারিয়্যান্ট দক্ষিণ আফ্রিকায় প্রথমবার পাওয়া যায় গত ২৪ নভেম্বর ৷ করোনার অন্যান্য ভ্যারিয়্যান্টের থেকে এর কার্যক্ষমতা অনেক বেশি বলেই আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা ৷ তাই গোটা বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রক নজরদারি করছে ৷ ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বৈঠক করেছেন ৷
Be the first to comment