কলকাতা পুরসভার নির্ঘন্ট ঘোষণার প্রায় ৫ দিন পর ১৪৪ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল গেরুয়া শিবির। দফায় দফায় বৈঠক শেষে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সম্মতিতে চূড়ান্ত হয় প্রার্থীদের নাম। তারপরই সোমবার বিকেলে দলের তরফে প্রার্থীদের নাম ঘোষণা করা হল। প্রার্থী তালিকায় বাকি দলগুলির মতো মহিলা ও তরুণ মুখের উপর জোর দিয়েছে বিজেপিও। তালিকায় ৪৮ নতুন মুখ। প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন ৫০ জন মহিলা প্রার্থী। বাকিদের মধ্যে নতুন মুখের প্রাধান্য বেশি।
প্রার্থী তালিকা ঘোষণার পর শমীক ভট্টাচার্য বলেন, আমাদের দলের কাজের একটা নির্দিষ্ট ধরন রয়েছে। কারও ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার উপর বিজেপির প্রার্থী তালিকা ঠিক হয় না। পার্টির ইচ্ছা, পার্টির ঐক্যমতই এখানে শেষ কথা। পার্টির সিদ্ধান্তই শেষ কথা।” প্রসঙ্গত বিধানসভা ভোটের আগে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রিঙ্কু নস্কর। শোনা গিয়েছিল কাউন্সিলর ভোটে তাঁকে প্রার্থী করতে পারে বিজেপি। কিন্তু এদিনের তালিকায় ১০২ নম্বর ওয়ার্ডে প্রার্থীর নাম ইন্দিরা গঙ্গোপাধ্যায়।
একই সঙ্গে বিজেপির প্রার্থী তালিকায় ‘শহিদ’ পরিবারের সদস্যের নাম থাকতে পারে বলেও শোনা গিয়েছিল। এ ক্ষেত্রে কাঁকুরগাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকারের প্রার্থী হওয়ার কথাও শোনা গিয়েছিল। এ প্রসঙ্গেও শমীক ভট্টাচার্য বলেন, “আমরা পরিবারতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করি না। তৃণমূল বা কংগ্রেসী ঘরানার রাজনীতির সঙ্গে বিজেপির এখানেই পার্থক্য। আর শহিদ পরিবারকে রাজনীতির প্রাঙ্গনে নিয়ে এসে সব জায়গায় ব্যবহার করতে নেই। নির্দিষ্ট বিশ্বাস আছে। সেই আঙ্গিকে তাঁরা কথা বলবেন। কিন্তু তাঁদের এনে সামগ্রিক রাজনৈতিক লাভের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না।”
একঝলকে দেখে নিন কে, কোন ওয়ার্ডে লড়ছেন –
প্রার্থী বিধানসভা কেন্দ্র
১. আশিস কুমার ত্রিবেদী কাশীপুর বেলগাছিয়া
২. রাজেন্দ্র প্রসাদ সাউ কাশীপুর বেলগাছিয়া
৩. অনিমা সিং কাশীপুর বেলগাছিয়া
৪. সব্যসাচী চক্রবর্তী কাশীপুর বেলগাছিয়া
৫. রাম যাদব কাশীপুর বেলগাছিয়া
৬. প্রমীলা সিং কাশীপুর বেলগাছিয়া
৭. ব্রজেশ ঝাঁ শ্যামপুকুর
৮. মনোজ সিং শ্যামপুকুর
৯. রুবি বন্দ্যোপাধ্যায় শ্যামপুকুর
১০. ঈশ্বরদয়াল সাউ শ্যামপুকুর
১১. মানস সেন চৌধুরী মানিকতলা
১২. তনুশ্রী রায় মানিকতলা
১৩. কুণাল ভট্টাচার্য মানিকতলা
১৪. দেবরাজ সাহা মানিকতলা
১৫. অনিতা দাস মানিকতলা
১৬. শরৎ সিং মানিকতলা
১৭. পারমিতা বন্দ্যোপাধ্যায় জয়সওয়াল শ্যামপুকুর
১৮. অনুরাধা সিং শ্যামপুকুর
১৯. দেবাশিস শীল শ্যামপুকুর
২০. মুকুন্দ ঝাওয়ার শ্যামপুকুর
২১. পূর্ণিমা চক্রবর্তী শ্যামপুকুর
২২. মীনাদেবী পুরোহিত জোড়াসাঁকো
২৩. বিজয় ওঝা জোড়াসাঁকো
২৪. কামিনী তিওয়ারি শ্যামপুকুর
২৫. সুনীল হর্ষ জোড়াসাঁকো
২৬. শশী গোন্দ শ্যামপুকুর
২৭. মঞ্জু জয়সওয়াল জোড়াসাঁকো
২৮. অমিয় হাজরা বেলেঘাটা
২৯. মহম্মদ মুক্তার বেলেঘাটা
৩০. মাঝিন্দর খার বেলেঘাটা
৩১. নারায়ণ চৌধুরী মানিকতলা
৩২. রুবি সান্যাল মানিকতলা
৩৩. রীতা দেবনাথ মণ্ডল বেলেঘাটা
৩৪. সোমা দাস বেলেঘাটা
৩৫. গিরিশ শুক্লা বেলেঘাটা
৩৬. রবিকান্ত সিং বেলেঘাটা
৩৭. মৌসুমী জোড়াসাঁকো
৩৮. রমেশ ঠাকুর জয়সওয়াল জোড়াসাঁকো
৩৯. মহম্মদ জাহাঙ্গির জোড়াসাঁকো
৪০. শেফালি শর্মা জোড়াসাঁকো
৪১. রাজীব সিংহা জোড়াসাঁকো
৪২. সুনীতা ঝাওয়ার জোড়াসাঁকো
৪৩. ছন্দা খারাওয়ার জোড়াসাঁকো
৪৪. মুকেশ সিং চৌরঙ্গী
৪৫. কুশল পাণ্ডে চৌরঙ্গী
৪৬. পিঙ্কি সোনকর চৌরঙ্গী
৪৭. চিত্রা পাল বসোনিয়া চৌরঙ্গী
৪৮. চিত্তরঞ্জন মান্না চৌরঙ্গী
৪৯. রাজলক্ষ্মী বিশ্বাস চৌরঙ্গী
৫০. সজল ঘোষ চৌরঙ্গী
৫১. সঞ্জীব গুনিন চৌরঙ্গী
৫২. কামিনী সান্তানি খটিক চৌরঙ্গী
৫৩. গৌতম দাশগুপ্ত চৌরঙ্গী
৫৪. দেবাশিস দত্ত এন্টালি
৫৫. অমৃতা ঘোষ এন্টালি
৫৬. তপন সামন্ত এন্টালি
৫৭. মিলন ধেরে বেলেঘাটা
৫৮. চন্দন দাস এন্টালি
৫৯. ঐশী মাজি এন্টালি
৬০. রমেশকুমার সিং বালিগঞ্জ
৬১. হরিনারায়ণ তিওয়ারি বালিগঞ্জ
৬২. সাহিনা খাতুন চৌরঙ্গী
৬৩. নবীন মিশ্র ভবানীপুর
৬৪. দীপঙ্কর সাহা বালিগঞ্জ
৬৫. সোনিয়া পাণ্ডে বালিগঞ্জ
৬৬. অভিষেক সিং কসবা
৬৭. সন্দীপ বন্দ্যোপাধ্যায় কসবা
৬৮. পিঙ্কি ঘোষ বালিগঞ্জ
৬৯. কুশলপ্রসাদ মিশ্র বালিগঞ্জ
৭০. ভীমসিং বর্মা ভবানীপুর
৭১. প্রমিতা ঘোষ ভবানীপুর
৭২. রুমা নন্দ ভবানীপুর
৭৩. ইন্দ্রজিৎ খটিক ভবানীপুর
৭৪. পারমিতা দত্ত ভবানীপুর
৭৫. মহেশ রাম কলকাতা পোর্ট
৭৬. সজল কর কলকাতা পোর্ট
৭৭. গোপা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর
৭৮. বীণা কানোজিয়া কলকাতা পোর্ট
৭৯. জিতেন্দ্র মানি ত্রিবেদী কলকাতা পোর্ট
৮০. এরশাদ আহমেদ কলকাতা পোর্ট
৮১. দিত্যা কর রাসবিহারী
৮২. প্রতাপ সোনকর ভবানীপুর
৮৩. গৌরাঙ্গ সরকার রাসবিহারী
৮৪. তমশা চট্টোপাধ্যায় রাসবিহারী
৮৫. রুবি মুখোপাধ্যায় বালিগঞ্জ
৮৬. রাজর্ষি লাহিড়ী রাসবিহারী
৮৭. অনুশ্রী চট্টোপাধ্যায় রাসবিহারী
৮৮. সমীর শীল রাসবিহারী
৮৯. শান্তনু ভট্টাচার্য রাসবিহারী
৯০. মৌসুমী ভট্টাচার্য রাসবিহারী
৯১. দিলীপকুমার মিত্র কসবা
৯২. সুমন দাস কসবা
৯৩. সুমিতা দাশগুপ্ত রাসবিহারী
৯৪. প্রদীপ্ত অর্জুন টালিগঞ্জ
৯৫. রাজীব সাহা টালিগঞ্জ
৯৬. সন্দীপা সিংহ রায় যাদবপুর
৯৭. সোমা ঘোষ টালিগঞ্জ
৯৮. চন্দন কুমার সাহা টালিগঞ্জ
৯৯. তানিয়া দাস যাদবপুর
১০০. সঞ্জয় দাস টালিগঞ্জ
১০১. সন্তোষ মিশ্র যাদবপুর
১০২. ইন্দিরা গঙ্গোপাধ্যায় যাদবপুর
১০৩. সন্দীপ বাগচী যাদবপুর
১০৪. স্বরূপ মুখোপাধ্যায় যাদবপুর
১০৫. তমালি রায় যাদবপুর
১০৬. পবন বৈদ্য যাদবপুর
১০৭. সোমনাথ দাস কসবা
১০৮. মেঘনাদ হালদার কসবা
১০৯. বিউটি রায় হালদার যাদবপুর
১১০. নিতাই মণ্ডল যাদবপুর
১১১. পারিজাত চন্দ টালিগঞ্জ
১১২. দেবজ্যোতি মজুমদার টালিগঞ্জ
১১৩. রুবি মণ্ডল দাস টালিগঞ্জ
১১৪. পার্থ পাল টালিগঞ্জ
১১৫. তাপস ধারা বেহালা পূর্ব
১১৬. স্বপ্না বন্দ্যোপাধ্যায় বেহালা পূর্ব
১১৭. কল্যাণী দাশগুপ্ত বেহালা পূর্ব
১১৮. দীপঙ্কর বণিক বেহালা পশ্চিম
১১৯. রাখি চট্টোপাধ্যায় বেহালা পশ্চিম
১২০. উজ্জ্বল বড়াল বেহালা পূর্ব
১২১. চন্দ্রভান সিং বেহালা পূর্ব
১২২. সঙ্গীতা নাথ দে বেহালা পূর্ব
১২৩. শর্মিষ্ঠা ভট্টাচার্য বেহালা পূর্ব
১২৪. শঙ্কর শিকদার বেহালা পূর্ব
১২৫. ডালিয়া চক্রবর্তী বেহালা পশ্চিম
১২৬. প্রদীপ কুমার রায় বেহালা পশ্চিম
১২৭. মল্লিকা বিশ্বাস বেহালা পশ্চিম
১২৮. শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় বেহালা পশ্চিম
১২৯.নবনীতা ভট্টাচার্য বেহালা পশ্চিম
১৩০. শুভাশিস কর বেহালা পশ্চিম
১৩১. রবীন রায় বেহালা পশ্চিম
১৩২. সুতপা গুপ্ত বেহালা পশ্চিম
১৩৩. সদানন্দ প্রসাদ কলকাতা পোর্ট
১৩৪. মমতাজ আলি কলকাতা পোর্ট
১৩৫. অর্চনা গুপ্ত কলকাতা পোর্ট
১৩৬. অনিল বর্মা মেটিয়াবুরুজ
১৩৭. রাকেশ বর্মা মেটিয়াবুরুজ
১৩৮. জনিতা নাজমিন মেটিয়াবুরুজ
১৩৯. মহিজাবিন খাতুন মেটিয়াবুরুজ
১৪০. মহম্মদ সালাউদ্দিন মেটিয়াবুরুজ
১৪১. তাপস ঢালি মেটিয়াবুরুজ
১৪২. অমর দাস বেহালা পূর্ব
১৪৩. গার্গী বিশ্বনাথন বেহালা পূর্ব
১৪৪. অনিন্দিতা ঘোষ বেহালা পূর্ব
Be the first to comment