৪৫ দিনের মধ্যে মেঘালয়ে জুড়ে উড়বে তৃণমূলের পতাকা, কংগ্রেসকে হুঁশিয়ারি মুকুলের

Spread the love

উত্তর-পূর্ব ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে আগেই বিজেপি কোণঠাসা করেছে কংগ্রেসকে ৷ এবার তৃণমূলও তাদের উপর চাপ বাড়াতে শুরু করেছে ৷ অদূর ভবিষ্যতে রাহুল-সোনিয়াদের দলকে কার্যত সাইনবোর্ডে পরিণত করার হুঁশিয়ারি দিলেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা ৷

তিনি এতদিন কংগ্রেসে ছিলেন ৷ সম্প্রতি যোগ দিয়েছেন তৃণমূলে ৷ সঙ্গে এনেছেন হাত শিবিরের ১১ জন বিধায়ককে ৷ ফলে রাতারাতি মেঘালয়ে তৃণমূল কংগ্রেস হয়ে উঠেছে প্রধান বিরোধী দল ৷ সোমবার মুকুল সদলবলে দেখা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ৷

তার পর মঙ্গলবার কলকাতায় বসেই মেঘালয়ের রাজনীতি নিয়ে কংগ্রেসকে হুঁশিয়ারি দিলেন মুকুল সাংমা ৷ তাঁর দাবি, মাত্র ৪৫ দিনের মধ্যেই গোটা মেঘালয় জুড়ে উড়বে তৃণমূল কংগ্রেসের পতাকা। এরপর সরাসরি কংগ্রেসকে উদ্দেশ্য করে তাঁর অভিযোগ, এই মুহূর্তে উত্তর-পূর্ব ভারত-সহ গোটা দেশেই কংগ্রেস তার দায়িত্ব পালনে ব্যর্থ। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে তৈরি হয়েছে। তাই সময়ের দাবি মেনেই তৃণমূলে যোগ দিয়েছেন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*