কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রেখে বিরোধীদের দ্বিতীয় বৈঠকেও নেই তৃণমূল

Spread the love

কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রেখেই ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস ৷ সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন কংগ্রেসের ডাকা বিরোধী দলগুলির বৈঠকের দ্বিতীয় দিনও গরহাজির থাকলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷ কংগ্রেস, শিবসেনা, আম আদমি পার্টি-সহ ১৬ টি দল আজ বৈঠকে যোগ দেয় ৷ ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও ৷

সোমবার শীতকালীন অধিবেশন শুরুর দিনেই কোনও আলোচনা ছাড়া কৃষি আইন প্রত্যাহার বিল পাশ ও রাজ্যসভার ১২ জন সাংসদকে বরখাস্তের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে সংসদের উভয় কক্ষ ৷ সরকার সংসদ নিষ্ক্রিয় করে রাখতে চায় বলে অভিযোগ করে বিরোধীরা ৷ পরবর্তী রণকৌশল ঠিক করতে মঙ্গলবার সংসদ ভবনে ফের বিরোধী দলগুলির বৈঠক ডাকেন বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। সেই বৈঠকে হাজির হন ডিএমকে, এনসিপি, সিপিএম, সিপিআই, আরজেডি, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ, এমডিএমকে, এলজেডি, ন্যাশনাল কনফারেন্স, আরএসপি, টিআরএস. কেরালা কংগ্রেস ও ভিসিকের সাংসদরা ৷ তবে ছিল না তৃণমূল ৷

সোমবার শীতকালীন অধিবেশন শুরুর আগেও বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের ডাকে বৈঠক করে বিরোধী দলগুলি ৷ তবে সেই বৈঠকেও হাজির ছিল না তৃণমূল কংগ্রেস ৷ খাড়গে জানিয়েছিলেন, নিজেদের দলের বৈঠক থাকায় উপস্থিত থাকতে পারছে না তৃণমূল ৷ তবে টানা দু’দিন বিরোধীদের বৈঠকে তৃণমূলের অনুপস্থিতিতে রাজনৈতিক বিশেষজ্ঞরা একপ্রকার নিশ্চিত যে, কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছে তৃণমূল ৷

তৃণমূল কংগ্রেসের তরফে কংগ্রেসকে বাদ দিয়েই বিভিন্ন রাজ্যে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা শুরু হয়েছে ৷ সম্প্রতি বেশ কয়েকজন কংগ্রেস নেতা তৃণমূলে যোগ দেওয়ার পর দুই দলের সম্পর্ক ধাক্কা খায় ৷ মেঘালয়ে ১২ জন কংগ্রেস বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ায় অভূতপূর্ব ভাবে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে তৃণমূলই এখন প্রধান বিরোধী দল ৷ দিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করেননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কারণ জানতে চাইলে তিনি বলেন, দিল্লি এলেই তাঁর সঙ্গে দেখা করতে হবে তার কোনও বাধ্যবাধকতা রয়েছে? কংগ্রেসের সঙ্গে ফাটলটা স্পষ্ট হয়েছিল তখনই ৷ যত দিন যাচ্ছে এই ফাটল আরও প্রকট হচ্ছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*