অসুস্থ কেন্দ্রীয় মন্ত্রী তথা তৃণমূল নেতা যশবন্ত সিনহা। গুরুতর অসুস্থ অবস্থায় এসএসকেএমে চিকিৎসাধীন রয়েছেন বর্ষীয়ান এই রাজনীতিক। উদ্বিগ্ন তৃণমূল নেতৃত্ব। জানা গিয়েছে, কোমরে ব্যথা নিয়ে মঙ্গলবার বিকালে এসএসকেএমে ভর্তি হন তিনি। আপাতত উডবার্ন ব্লকের ১০৪ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন তিনি। চিকিৎসক রাজেশ প্রামাণিকের তত্ত্বাবধানে রাখা হয়েছে তৃণমূল নেতাকে। বর্ষীয়ান রাজনীতিকের চিকিৎসায় ছয় সদস্যের বিশেষজ্ঞ কমিটির দল গড়েছেন এসএসকেএম কর্তৃপক্ষ।
সূত্রের খবর, কলকাতায় দলের কোর কমিটির বৈঠকে যোগ দিতে এসেছিলেন যশবন্ত সিনহা। তার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। বর্ষীয়ান নেতার শারীরিক পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বিগ্ন তৃণমূল নেতৃত্ব।
উল্লেখ্য, রাজনৈতিক সন্ন্যাস ছেড়ে বাংলার বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দেন অটল বিহারি সরকারের আমলে কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা। বর্তমানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। একইসঙ্গে জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যও করা হয় তাঁকে।
Be the first to comment