ওমিক্রণ আতঙ্কের মাঝেই কমল রাজ্যের সংক্রমণ। একদিনে বাংলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬৮ জন। যা আগের দিনের তুলনায় অনেকটাই কম। একদিনে রাজ্যে করোনার বলি ১২ জন। সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ১৭২ জন কলকাতার অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। আগের দিনের তুলনায় বেশ খানিকটা কমেছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে আক্রান্ত সেখানকার ১৩১ জন। আগেরদিন সংক্রমণ ছিল এর তুলনায় সামান্য বেশি।
দৈনিক সংক্রমণের নিরিখে ফের তৃতীয় স্থানে হুগলি। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ৬০ জন। চতুর্থ স্থানে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে একদিনে সংক্রমিত ৪৭ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬,১৬, ৭৫১।
একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১২ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা ও কলকাতা। একদিনে করোনার বলি হয়েছেন সেখানকার ৪ জন করে। যা স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়িয়েছে ওই দুই জেলার বাসিন্দাদের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯, ৪৯৮ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৬৭৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৮৯, ৫৪১। গত ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ১.৭৯ শতাংশ। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।
Be the first to comment