আর্যতীর্থ:
সমস্ত লোক খারাপ যে নয় জানি।
কয়েকটা লোক খারাপ হওয়ার এত যে হয়রানি,
সেটাও তো কেউ ভাবো!খাবো দাবো কলকলাবো ,
যদি ভালো সেটাই ,
তবে মশাই জোটাই উচিৎ এমনতর পেষাই।
সমস্ত লোক চোর যে নয় জানি।
তবুও যখন শ’ ঘোটালার ব্যাপক রাহাজানি
চলছে সারা দেশে,
তখন যদি সৎ লোকেরা বন্ধ চোখে জীবন কাটায় নিতান্ত অভ্যেসে,
বরঞ্চ দেয় কাজ বাগাতে আগ বাড়িয়ে ঘুষ,
হওয়াই উচিৎ মশাই অমন সততা দুরমুশ।
সব শিক্ষক পড়ান না তা জানি।
কারোর কারোর মগজ জুড়ে বিষাক্ত শয়তানি,
প্রমাণ তারও মেলা।
শিক্ষককে ধমকে তাই সকালসন্ধেবেলা,
বাপ মা যদি ভেবেই বসেন শিক্ষা সবই দেখনদারির ফাঁকি,
স্কুল তবে সব শেখাবে খুব মনোযোগ দিয়ে,
এমন আজব আশা করা উচিৎ হবে তা কি?
সব ডাক্তার সাধু নন তা জানি।
কারোর মনে ঘোরে কমিশনই,
সে ব্যাপারে তথ্য আছে ।
তাই বলে চিকিৎসা সেঁকে নিয়ে সন্দেহ আঁচে,
যদি প্রতিটি খুঁটিনাটি গুগলে যাচাই হয় ঠিক নাকি ভুল
ডাক্তারি মগজটা পুরো যাবে নিষ্কলঙ্ক নথি উৎপাদনে,
উচিৎ হবেনা ভাবা , অনুভূতি চিকিৎসায় ছিলো একচুল।
উচিৎটা সক্কলে কমবেশি জানি আর বুঝি,
যেখানে ঝামেলা কম, সেখানে চেঁচিয়ে তবু সমাধান খুঁজি।
Be the first to comment