নিম্নচাপের কারণে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের যাত্রাপথ বদল করল রাজ্য প্রশাসন ৷ আকাশপথের বদলে রেলপথে হাওড়া হয়ে মালদা যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ৭ থেকে ৯ ডিসেম্বর তিনদিনের জেলা সফরে যাচ্ছেন তিনি ৷ কিন্তু, জাওয়াদের কারণে তৈরি হওয়া নিম্নচাপের জেরে মুখ্যমন্ত্রীর সেই সফর প্রভাবিত হল ৷ প্রথমে ঠিক ছিল আকাশপথেই তিন জেলায় সফর করবেন মুখ্যমন্ত্রী ৷ কিন্তু, এবার খারাপ আবহাওয়ার কারণে সফরের যাত্রাপথ বদল হচ্ছে ৷
প্রথমে ঠিক ছিল আকাশপথে তিনদিনের উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু, খারাপ আবহাওয়ার কারণে সেই পরিকল্পনা বাতিল করল প্রশাসন ৷ হাওড়া থেকে শতাব্দী এক্সপ্রেসে উত্তরবঙ্গে যাবেন মুখ্যমন্ত্রী ৷ নবান্ন সূত্রে মুখ্যমন্ত্রীর যে সম্ভাব্য সফরসূচি পাওয়া গিয়েছে, তাতে ৭ ডিসেম্বর উত্তর দিনাজপুর যাবেন মুখ্যমন্ত্রী ৷
প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুরের প্রশাসনিক বৈঠক আগেই বাতিল হয়ে গিয়েছে ৷ ওইদিনই প্রথমে গঙ্গারামপুরে প্রশাসনিক বৈঠক করবেন মমতা ৷ এর পর সেখান থেকে যাবেন রায়গঞ্জে ৷ সেখানেও প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর ৷ পরের দিন অর্থাৎ, ৮ ডিসেম্বর মালদা এবং মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানকার সমস্ত কাজের খতিয়ান নেবেন ৷ কথা বলবেন জেলাশাসক, বিডিও ও জনপ্রতিনিধিদের সঙ্গে ৷ ৯ ডিসেম্বর মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন নদিয়ার কৃষ্ণনগরে ৷
আগে ঠিক ছিল আকাশপথে অর্থাৎ, হেলিকপ্টারে করে জেলা সফরে যাবেন মুখ্যমন্ত্রী ৷ কিন্তু, খারাপ আবহাওয়ার কারণেই এই সফরসূচিতে বদল ঘটানো হয়েছে বলে জানা যাচ্ছে ৷ আর সে কারণেই আগামিকাল দুপুরে ট্রেন পথে মালদা রওনা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখান থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন তিনি ৷
Be the first to comment