দলীয় সাংসদদের পেপ-টক দিতে এবার দিল্লি যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, ৭ ডিসেম্বর, মঙ্গলবার রাজধানী উড়ে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেদিনই বেলা ১টা নাগাদ দলের সাংসদদের নিয়ে সংসদ ভবনে বৈঠকে বসার কথা অভিষেকের। সংসদীয় রণনীতি নিয়ে কথাবার্তা হবে বলে খবর। সংসদ ভবনের ৬৩ নম্বর ঘরের সেই বৈঠক নিয়ে তুঙ্গে জল্পনা।
প্রসঙ্গত, রাজ্যসভা থেকে দোলা সেন, শান্তা ছেত্রী-সহ বিরোধী দলগুলির মোট ১২ জন সাংসদকে সাসপেন্ড করার পর থেকেই লাগাতার প্রতিবাদ আন্দোলন চলছে। গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় শামিল তৃণমূল সাংসদরা। সেই বিষয়গুলি নিয়েও বৈঠকে আলোচনা হবে বলে শোনা যাচ্ছে। সংসদে এবার কোমর বেঁধে নেমেছে তৃণমূল। বিরোধীদের একজোট করার ক্ষেত্রেও প্রথম সারিতে এ রাজ্যের শাসক দল। এর ফলে অবশ্য কংগ্রেসের সঙ্গে দূরত্ব বেড়েই চলেছে তৃণমূলের।
এমন পরিস্থিতিতে সংসদ ভবনে অভিষেকের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সংসদে কংগ্রেসকে নিয়ে কী অবস্থান নেওয়া হবে, সে ব্যাপারেও দলীয় সাংসদদের পরামর্শ দিতে পারেন অভিষেক বলে মনে করা হচ্ছে। এদিকে জাতীয় স্তরে জমি শক্ত করতে মরিয়া তৃণমূলের নজরে রয়েছে গোয়া। ত্রিপুরা, মেঘালয়ের মতো উত্তর-পূর্ব রাজ্যগুলির পাশাপাশি গোয়াতেও সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে ঘাসফুল শিবির। ত্রিপুরার পর তৃণমূলের পাখির চোখ গোয়া বিধানসভা নির্বাচন। যে কারণে ফের গোয়া সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর সঙ্গেই নাকি যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের খবর, আগামী ১৩ ডিসেম্বর গোয়া যেতে পারেন দু’জনে। দু’দিনের সফরে ঠাসা কর্মসূচি রয়েছে।
Be the first to comment