নাগাল্যান্ড ইস্যুতে সরব তৃণমূল কংগ্রেস। ঘটনায় অমিত শাহের পদত্যাগ দাবি করলেন দলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। একই সঙ্গে বিচার বিভাগীয় তদন্ত দাবি জানিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। AFSPA কতটা কার্যকর হচ্ছে তা নিয়ে একটি কমিটি তৈরি করা প্রয়োজন বলেও মনে করছে জোড়াফুল শিবির। উত্তর পূর্বের অনেক রাজ্য AFSPA নিয়ে প্রশ্ন তুলছে তাই উত্তর পূর্বের রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে অমিত শাহের আলোচনা করা উচিত। সোমবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন সুস্মিতা দেব।
এদিকে, নাগাল্যান্ডে তৃণমূল প্রতিনিধি দলের যাওয়ার কথা থাকলেও সোমবার কলকাতা বিমানবন্দর থেকেই ফিরে আসেন সকলে। এদিন সকালেই দমদম বিমানবন্দরে দেখা গিয়েছিল প্রসূন বন্দ্যোপাধ্যায়, অপরুপা পোদ্দার, শান্তনু সেন, সুস্মিতা দেব ও বিশ্বজিৎ দেবকে।
এদিন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন এই সময় জানান, নাগাল্যান্ড সফর বাতিল করা হয়েছে। তাঁর কথায়, ‘আমাদের তিন সাংসদ সুস্মিতা দেব, প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং অপরূপা পোদ্দার দিল্লি থেকে কলকাতায় চলে এসেছিলেন ভোরবেলা। আমি এবং আমাদের মিজোরামের প্রাক্তন নেতা এবং আইনজীবী বিশ্বজিৎ দেবও কলকাতা বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলাম। ১২:০৫ -এ আমাদের ফ্লাইট ছিল। চেক ইনও করে ফেলেছিলাম। কিন্তু, আচমকা খবর পাই নাগাল্যান্ডে ১৪৪ ধারা জারি করে দেওয়া হয়েছে। কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।’
এরপরই দুপুরে একটি সাংবাদিক বৈঠক করে তৃণমূল। এদিনের সাংবাদিক বৈঠকে সুস্মিতা দেব বলেন, ‘উত্তর পূর্বের বিজেপির শরিক দলগুলি এই AFSPA নিয়ে আগে অসম ও মিজোরামের মধ্যে একই ঘটনা ঘটিয়েছিল। তখন অমিত শাহের দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ক্লোজড ডোর বৈঠক করেন। তখনও অমিত শাহ তদন্ত, FIR-এর কথা বলেছিলেন কিন্তু, কী হয়েছে শেষ পর্যন্ত, কেউ জানে না।’
উল্লেখ্য, সেনার গুলিতে একাধিক নাগরিকের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত নাগাল্যান্ড। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Be the first to comment