‘জঙ্গি সন্দেহে গুলি চালিয়েছে সেনা’, নাগাল্যান্ডকাণ্ডে বিবৃতি অমিত শাহের

Spread the love

নাগাল্যান্ডে সেনার গুলিতে গ্রামবাসীদের মৃত্যুর ঘটনায় সংসদে শোকপ্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নাগাল্যান্ডকাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে কার্যত সাফাইয়ের সুর শোনা যায় এদিন শাহের গলায়।

লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘ভুল বোঝাবুঝির কারণেই গুলি চলেচিল।’ তাঁর আরও সংযোজন, ‘নাগাল্যান্ডের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নির্দিষ্ট গোয়েন্দা তথ্য পেয়ে অভিযান চালায় সেনা। সেনা কনভয় লক্ষ্য করেও গুলি চলেছিল। আত্মরক্ষায় সেনার গুলিতে নিহত হন পাঁচ গ্রামবাসী। এর পুনরাবৃত্তি এড়াতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ঘটনার তদন্তে সিট গঠিত হয়েছে।’

নাগাল্যান্ডের ঘটনা যে ভুল ছিল তা কার্যত স্বীকার করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও এদিন সংসদে জানালেন তিনি। দ্রুত গতিতে গাড়ি নিয়ে যাওয়াতেই সন্দেহ, ভুলবশত গুলি চলে নাগাল্যান্ডে। এমন বিবৃতির পাশাপাশি গোটা ঘটনায় সঠিক তদন্তেরও আশ্বাস দেন অমিত শাহ।

সোমবার সংসদে অমিত শাহ ব্যাখ্যা করে জানান, শনিবার অর্থাৎ ৪ ডিসেম্বর একটি গাড়ি তীব্র গতিতে যাচ্ছিল। নিরাপত্তা বাহিনীর সদস্যরা গাড়িটিকে আটকায়। কিন্তু, গাড়ি থামানো হয়নি। উলটে গাড়িটি আরও জোরে চালানো হয়। সেই সময় নিরাপত্তা বাহিনীর সন্দেহ হয়। গাড়িটিতে কোনও সন্ত্রাসবাদী বা বিচ্ছিন্নতাবাদী ছিল কিনা, তা নিয়ে সন্দেহ তৈরি হয়। কিন্তু, সেনাবাহিনী বুঝতে পারেনি গাড়িতে স্থানীয় বাসিন্দারা ছিলেন। সেনা বাহিনীর সদস্যদের বুঝতে ভুল হয়েছিল, তাই তারা গুলি চালায়। সেই ঘটনায় গাড়িতে থাকা আটজন যাত্রীর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়। দু’জন আহত হয়। তাঁদের সেনাবাহিনীর সদস্যরাই স্থানীয় হাসপাতালে ভর্তি করে। তবে সেনা বাহিনীর সদস্যরা পরে জানতে পারে গাড়িতে কোনও সন্দেহভাজন ব্যক্তি ছিল না।

শাহ আরও জানান, এই ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা একটি সেনা ক্যাম্প ঘেরাও করে। সেনাবাহিনীর ওপর হামলা চালায়। গাড়ি ও ছাউনিতে ভাঙচুর চালায়। নিজের সুরক্ষার জন্য পাল্টা গুলি চালাতে বাধ্য হয় সেনা বাহিনী। সেই ঘটনায় আরও সাত জন গ্রামবাসীর মৃত্যু হয়। এক সেনা কর্মীও মারা যান।

নাগাল্যান্ড ইস্যুতে সোমবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। বিরোধী রাজনৈতিক দলের সাংসদরা বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*