বাবরি ধ্বংসের বর্ষপূর্তিতে মথুরা নিয়ে বিজেপির অস্বস্তি বাড়ালেন রাম মন্দিরের পুরোহিত

Spread the love

আজ ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের বর্ষপূর্তির দিন। আজই মথুরায় শাহি ঈদগাহ মসজিদ সংলগ্ন চত্বরে শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপন হচ্ছে। এই বিষয়ে অযোধ্যার রাম মন্দিরের অন্যতম প্রধান পুরোহিতের মন্তব্য, মথুরার বিষয়ে তাঁর উৎসাহ নেই। দু’মাস পরে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন, বিষয়টি বিজেপির রাজনীতির অংশ। স্বভাবতই এই মন্তব্য করে গেরুয়া শিবিরকে অস্বস্তিতে ফেললেন রাম মন্দিরের প্রধান পুরোহিত।

মথুরায় মসজিদ চত্বরে শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপন নিয়ে হুমকি দিয়েছে বেশকিছু চরমপন্থী সংগঠন। এই অবস্থায় কাটরা কেশব দেব চত্বরে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা হয় সোমবার। শহরের আইনশৃঙ্খলা ঠিক রাখতে প্রত্যেক প্রধান রাস্তায় পুলিশি ব্যারিকেড দেওয়া হয়েছে। বিতর্কিত মন্দির ও মসজিদের খুব কাছ দিয়ে যাওয়া ন্যারোগেজ ট্রেন লাইনটিকে আজকের জন্য বন্ধ রাখা হয়েছে। মন্দির ও মসজিদ উভয় স্থানে প্রবেশের ক্ষেত্রে পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর।

এদিন মথুরা প্রসঙ্গে প্রশ্ন করা হলে রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস জানিয়ে দেন, মথুরা নিয়ে তাঁর বিন্দুমাত্র উৎসাহ নেই। তিনি বলেন, “এটা বিজেপির বিষয়… আমরা অযোধ্যার রাম লালা সম্পর্কে অবহিত। এর বাইরে বলতে পারব না। আমরা মথুরার দিকে তাকিয়ে নেই। রাম লালার মহান মন্দির তৈরি হচ্ছে অযোধ্যায়। এরপর তারা (বিজেপি) কাশী যাচ্ছে না মথুরা, সবটাই বিজেপির বিষয়… তারা তাদের রাজনীতি চালিয়ে যাচ্ছে। “

রাম মন্দিরের প্রধান পুরোহিত আরও বলেন, “আমরা রাজনীতি করি না। ধর্মের বিষয়ে উৎসাহী। মহান রাম মন্দির নির্মাণ হচ্ছে… আমরা এর মধ্যেই সীমাবদ্ধ। কেউ কাশী বা মথুরায় যেতেই পারেন, আমরা কেবল রাম লালার সঙ্গে আছি।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*