বিধায়ক পদ থেকে ইস্তফা গোয়ার কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রীর

Spread the love

গোয়া নির্বাচনের আগে ফের ধাক্কা কংগ্রেসে ৷ দলীয় বিধায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী রবি নায়েক মঙ্গলবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন ৷

অক্টোবরে গোয়ার আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো কংগ্রেস বিধায়ক পদ থেকে পদত্যাগ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল-কংগ্রেসে যোগদান করেন ৷ মঙ্গলবার রবি নায়েকের পদত্যাগের ফলে ৪০ সদস্যের গোয়া বিধানসভায় কংগ্রেসের বিধায়ক সংখ্যা কমে তিন হল ৷ মঙ্গলবার বিধানসভার স্পিকার রাজেশ পাটনেকারের কাছে পদত্যাগপত্র জমা দেন রবি ৷ এদিন সঙ্গে তাঁর দুই ছেলেও ছিলেন, যাঁরা গত বছর বিজেপিতে যোগ দেন ৷

পদত্যাগপত্র জমা দিয়ে নায়েক সাংবাদিকদের বলেন, “আমি পদত্যাগ করেছি ৷ আমার পরবর্তী পদক্ষেপ কী হবে তা আপনাদের জানাব ৷” তবে সূত্র মারফত জানা যাচ্ছে, গোয়া নির্বাচনের দায়িত্বে থাকা দেবেন্দ্র ফড়নবিশের উপস্থিতিতে খুব শীঘ্রই তিনি বিজেপিতে যোগ দেবেন ৷

ছোট ছেলে রায় নায়েক জানান, ইতিমধ্যেই তিনি বাবাকে বিজেপিতে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*