‘সরকারি কর্মীদের উপর দাদাগিরি বরদাস্ত নয়’,মালদা জেলার প্রশাসনিক বৈঠকে এমনই বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। বুধবার এই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ সরকারি কোনও কাজ না হলে জনপ্রতিনিধিরা ভুল ধরিয়ে দিন। নজরদারি করুন। কিন্তু, এই কাজ করতে গিয়ে ঘোঁট পাকাবেন না।’ এখানেই শেষ নয়, তৃণমূল সুপ্রিমো আরও বলেন, ‘সরকারি কর্মীদের উপর কোনও দাদাগিরি বরদাস্ত করা হবে না।’
এদিন দুয়ারে রেশন প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘রেশন নেওয়ার জন্য আর সাধারণ মানুষকে হাঁটতে হবে না। পাড়ায় রেশন দেওয়ার ব্যবস্থা চালু করা হচ্ছে। মানুষের সুবিধার জন্য দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে রেশন।’ সমস্ত সরকারি প্রকল্পের রূপায়ন যাতে সঠিকভাবে হয়, সেদিকে নজর দেওয়ার জন্য নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মালদায় ১৬ একর জমির উপর তৈরি হবে পোলট্রি ফার্ম জানান তিনি। সেক্ষেত্রে এখানে বহু মানুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
কর্মসংস্থানের জন্য এদিন বিশেষ জোর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জানান দুয়ারে সরকারের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। ১ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত এবং ২০ জানুযারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে দুয়ারে সরকার ।এদিন সরকারি কর্মীদের উদ্দেশে বিশেষ বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, ‘সরকারি কর্মীদের স্থানীয় ভাষা জানতে হবে। যাঁরা জানেন না , তাঁরা জেনে নিন। নাহলে মানুষ সমস্যার কথা চিঠি লিখে জানালে তা পড়বেন কী করে। এক্ষেত্রে সাধারণ মানুষের সমস্যার কথা জানাতে অসুবিধা হয়।’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেন্দ্র রাজ্যকে বঞ্চনা করলেও সাধারণ মানুষের সুখ সুবিধার নিয়ে কোনও আপোস করেনি রাজ্য। উন্নয়নের হচ্ছে রাজ্যে।’
https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/306075291394579/
মঙ্গলবার বিধায়কের দাবি শুনে মেজাজ হারিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, ‘প্রশাসনিক বৈঠকে এসব দাবি করা ঠিক নয়। এরপর তো অফিসার পাওয়া যাবে না। সদ্যই এতগুলি জেলাকে ভেঙে দেওয়া হয়েছে। ভৌগোলিক অবস্থান, দূরত্ব দেখে দাবি করুন! সুন্দরবন কতটা বড় জানেন? এবার তো বলবেন ঘরের মধ্যে সাব ডিভিশন করে দিন। সদ্য জিতেছেন এবার ভালো করে কাজ করুন।
Be the first to comment