বায়ুসেনার কপ্টার দুর্ঘটনায় প্রয়াত বিপিন রাওয়াত। বুধবার বেলা ১২.২০ মিনিটে দেশের চিফ অফ ডিফেন্স স্টাফজেনারেল বিপিন রাওয়াতকে নিয়ে ভেঙে পড়ে বায়ুসেনার কপ্টার। ভারতীয় সেনার এলিট শিক্ষা প্রতিষ্ঠান – ডিফেন্স স্টাফ কলেজ। বুধবার সেখানেই একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বিপিন রাওয়াত। ঘটনাস্থলে পৌঁছনোর ৫ মিনিটি আগেই দুর্ঘটনা ঘটে।
বুধবার তামিলনাড়ুর কুন্নুরে জেনারেল বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, কপ্টারে থাকা ১৪ জন যাত্রীর মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১২.২০ মিনিটে বিপিন রাওয়াতকে নিয়ে নীলগিরির দুর্গম চা বাগানে ভেঙে পড়ে বায়ুসেনার কপ্টার। এদিন প্রথমে ৪ জনের মৃত্যুর খবর আসে। তারপর তামিলনাড়ুর বনমন্ত্রী রামচন্দ্র জানান, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮। এরপরই বাড়তে থাকে মৃতের সংখ্যা। পাশাপাশি রামচন্দ্র জানিয়েছেন, দুর্ঘটনাস্থল অত্যন্ত দুর্গম হওয়ার কারণে উদ্ধারকার্যে সমস্যা হচ্ছে।
দুর্ঘটনাগ্রস্ত কপ্টারে ছিলেন সস্ত্রীক জেনারেল বিপিন রাওয়াত-সহ মোট ১৪ জন। কপ্টারে ছিলেন বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াত, নায়েক গুরসেবক সিংহ, নায়েক জিতেন্দ্র কুমার, ছিলেন ব্রিগেডিয়ার এল এস লিড্ডর, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিংহ, ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা। শেষ পাওয়া খবর অনুযায়ী কপ্টার দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন জেনারেল বিপিন রাওয়াত। কোয়ম্বাত্তুর থেকে কুন্নুরে যাচ্ছে ৬ চিকিত্সকের মেডিক্যাল টিম। দিল্লিতে জেনারেল রাওয়াতের বাড়ির সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা।
দিল্লি থেকে সুলুর হয়ে ওয়েলিংটন যাওয়ার পথে বায়ুসেনার এমআই-17 কপ্টার দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। প্রত্যক্ষদর্শীর জানিয়েছেন, ভেঙে পড়ার পর বায়ুসেনার হেলিকপ্টারে আগুন লেগে যায়। কপ্টার দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে বায়ুসেনা।
Be the first to comment