ভারতের জন্য এ এক ভয়ঙ্কর দিন। সেনার হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন দেশের প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াত। বায়ুসেনার তরফে টুইটে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে। চিফ অব ডিফেন্স স্টাফের মৃত্যুতে আজ শোকস্তব্ধ গোটা দেশ। টুইট করে প্রয়াত প্রতিরক্ষা প্রধানকে সম্মান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে একজন সত্যিকারে দেশ প্রেমিক হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী।
নরেন্দ্র মোদী টুইটারে লিখেছেন, “জেনারেল বিপিন রাওয়াত একজন অসাধারণ সৈনিক ছিলেন। একজন সত্যিকারের দেশপ্রেমিক। তিনি আমাদের সশস্ত্র বাহিনী এবং নিরাপত্তা সরঞ্জামের আধুনিকীকরণে ব্যাপক অবদান রেখেছেন। কৌশলগত বিষয়ে তার অন্তর্দৃষ্টি এবং দৃষ্টিভঙ্গি ছিল ব্যতিক্রমী। তার মৃত্যু আমাকে গভীরভাবে শোকাহত করেছে।”
প্রধানমন্ত্রী আরও লিখেছেন, “ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধান হিসাবে, জেনারেল রাওয়াত প্রতিরক্ষা ক্ষেত্রে বিভিন্ন সংস্কার সহ আমাদের দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন দিক নিয়ে কাজ করেছেন। সেনাবাহিনীতে কাজের একটি সমৃদ্ধ অভিজ্ঞতা তিনি ব্যবহার করেছিলেন। ভারত তার ব্যতিক্রমী সেবা কোনওদিন ভুলবে না।”
অপর একটি টুইটে প্রয়াত অন্যান্য সেনা আধিকারিকদের প্রতিও সম্মান জানিয়েছেন প্রধানমন্ত্রী। লিখেছেন, “তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা আমি গভীরভাবে শোকাহত। দুর্ঘটনায় আমরা জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী এবং সশস্ত্র বাহিনীর অন্যান্য কর্মীদের হারিয়েছি। তাঁরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ভারতের সেবা করেছেন। তাঁদের শোকসন্তপ্ত পরিবারের জন্য আমার সমবেদনা।”
হেলিকপ্টার দুর্ঘটনায় প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। টুইটারে তিনি লিখেছেন, “তামিলনাড়ুতে আজ একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক হেলিকপ্টার দুর্ঘটনায় চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী এবং ১১ জন সশস্ত্র বাহিনীর সদস্যের আকস্মিক মৃত্যুতে গভীরভাবে মর্মাহত ৷ তাঁর অকাল মৃত্যু আমাদের সশস্ত্র বাহিনী ও দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।
জেনারেল রাওয়াত ব্যতিক্রমী সাহসিকতা ও পরিশ্রমের সঙ্গে দেশের সেবা করেছেন। প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে তিনি আমাদের সশস্ত্র বাহিনীর যৌথতার পরিকল্পনা তৈরি করেছিলেন।”
Be the first to comment