কয়লা কাণ্ডে বড়সড় পদক্ষেপ, বিনয় মিশ্রের ভাই বিকাশকে গ্রেফতার করলো সিবিআই

Spread the love

কয়লাকাণ্ডে গ্রেপ্তার বিকাশ মিশ্র। এমনটাই খবর সিবিআই সূত্রে। বিকাশ সম্পর্কে বিনয় মিশ্রর ভাই। বৃহস্পতিবার কলকাতার এক বেসরকারি হাসপাতাল চত্বর থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে গ্রেপ্তার করেছে বলে খবর। তবে এই মামলার মূল অভিযুক্ত বিনয় মিশ্র এখনও ফেরার।

কয়লা পাচার মামলার মূল অভিযুক্ত বিনয় মিশ্রর খোঁজে রেড কর্নার নোটিসও জারি হয়েছিল। তার পরেও হদিশ মেলেনি তার। বরং সে ভানুয়াতুর নাগরিকত্ব নিয়েছে বলেই খবর মিলেছে। এদিকে বিনয়কে না পেয়ে কয়লাকাণ্ডে তার ভাই বিকাশকে বারবার জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

এই মামলায় সিবিআইয়ের পাশাপাশি তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। আবার সিট গঠন করে তদন্ত শুরু করেছে রাজ্য সরকারও। গত মার্চ মাসে কয়লা ও গরু পাচার মামলায় বিকাশকে দিল্লিতে ডেকেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই জেরায় সমস্ত প্রশ্নের সন্তোষজনক উত্তর না মেলায় বিকাশকে গ্রেপ্তার করেছিল ইডি। পরে জামিনে মুক্তি পায় সে। এর পর কলকাতা হাই কোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিল সে। বুধবারই তার সেই আবেদন খারিজ হয়ে যায় আদালতে। এর পরই বৃহস্পতিবার বিকাশকে গ্রেপ্তার করল সিবিআই। 

প্রসঙ্গত, গত মাসে কয়লা কাণ্ডে বড়সড় পদক্ষেপ করে ইডিও। অনুপ মাজি ওরফে লালা, বিনয় মিশ্র ও বিকাশ মিশ্রের প্রায় সাড়ে ৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার মধ্যে রয়েছে বাড়ি, গাড়ি ও জমিও।  চলতি বছরের শুরুতে কয়লা ও গরু পাচার কাণ্ডের কিনারায় সিবিআইয়ের তৎপরতা দেখে অভিযুক্ত ব্যবসায়ী বিনয় মিশ্র বাংলা ছেড়ে মুম্বই হয়ে পালিয়ে যায় দুবাইয়ে। এরপর একাধিকবার ভিনদেশের পাসপোর্ট ব্যবহার করেই গা ঢাকা দেয় সে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*