বড়দিনের আগেই মেঘালয় সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ২০ ডিসেম্বর অসম হয়ে সড়কপথে শিলং যাবেন তিনি। ২১ তারিখ তাঁর শিলং পৌঁছনোর কথা। সেখানে সংগঠনের কাজ খতিয়ে দেখার পর সাংবাদিক সম্মেলন করতে পারেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। তার আগে অবশ্য গুয়াহাটিতে কামাখ্যা মন্দিরে পুজো দেবেন মমতা।
জাতীয় স্তরে দলের সংগঠন বিস্তারের কাজ শুরু করার পর থেকেই গোয়া, দিল্লি, মুম্বই সফরে গিয়েছেন তৃণমূল নেত্রী। এরপর তাঁর মেঘালয় সফরের কথা ছিল। সব ঠিক থাকলে আগামী ২০ তারিখই উত্তর-পূর্বের রাজ্যে যাবেন। গুয়াহাটির কামাখ্যা মন্দিরে ২১ তারিখ পুজো দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সেখান থেকে সড়কপথে শিলং পৌঁছবেন তিনি।
আগামী ১৩ ডিসেম্বর আবার গোয়া যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে দুজনেই গোয়ায় রাজনৈতিক সফর করেছেন। এবার আগামী সপ্তাহে ফের দু’দিন ঠাসা কর্মসূচি রয়েছে তাঁদের। গত ২৫ নভেম্বর সদলবলে তৃণমূলে যোগ দিয়েছেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা সহ ১২ জন বিধায়ক। এ রাজ্যের মন্ত্রী মানস ভুঁইঞার উপস্থিতিতে ঘাসফুল শিবিরের পতাকা হাতে তুলে নেন তাঁরা। আর তাঁরা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিতেই মেঘালয়ের প্রধান বিরোধী দলের তকমা পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
Be the first to comment