আগামী দু’-এক মাসের মধ্যে রাজ্যের অন্যান্য এলাকায় পুরসভার ভোট হবে বলে বৃহস্পতিবার আবার জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুধু তা-ই নয়, এ দিন কৃষ্ণনগরে রবীন্দ্র ভবনের সভায় পুর প্রশাসকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘পুরভোট খুব শিগগির হবে। কাজ করুন। ভাল ভাবে কাজ করুন। নির্বাচন আমি দু’-এক মাসের মধ্যে করে দেব।’’
রাজ্যের মূল বিরোধী দল বিজেপি-সহ বিরোধী শিবিরের প্রশ্ন, বেশ কিছু পুরসভার নির্বাচন বহু দিন ধরে বকেয়া পড়ে আছে। তা সত্ত্বেও সব ক’টি পুরসভার নির্বাচন একসঙ্গে হবে না কেন? পুরভোট নিয়ে হাই কোর্টে মামলাকারীদেরও প্রশ্ন, সব পুরভোট একসঙ্গে না-করার কারণ কী? মামলা চলাকালীন কলকাতা পুরসভার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
Be the first to comment