এমপি কাপের উদ্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Spread the love

বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার বিকেলে ডায়মন্ডহারবার এসডিও গ্রাউন্ডে শুরু হল এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে ছিল তারকা সমাবেশ। সাংসদের উদ্যোগে ২০১৭ সালে ডায়মন্ডহারবার এসডিও গ্রাউন্ডে প্রথম শুরু হয়েছিল এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট। এবারও এই টুর্নামেন্ট ঘিরে ফুটবল গ্রাউন্ড ও তার আশপাশ এলাকা সেজে উঠেছে।

ডায়মন্ডহারবার রেল স্টেশন থেকে ৭৬ নম্বর বাসস্ট্যান্ড পর্যন্ত সমস্ত গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। এদিন দুপুর থেকে কাকদ্বীপের দিক থেকে আসা সমস্ত কলকাতাগামী বাস ও কলকাতার দিক থেকে আসা সমস্ত কাকদ্বীপ, নামখানা, বকখালি, পাথরপ্রতিমাগামী বাস শিরাকোল থেকে হটুগঞ্জ হয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। মাঠের সামনে ডায়মন্ড হারবার জেটিঘাট সাজানো হয়েছে। উভয় দিকে প্রায় ১ কিলোমিটার প্রতিটি মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় বড় কাট-আউট বসানো হয়েছে। চারিদিকে সাজ সাজ রব। মাঠে ঢোকার মুখে রয়েছে নিরাপত্তারক্ষীদের কড়া নিরাপত্তা বলয়। জেলা পুলিশ ও রাজ্য পুলিশের পদস্থ আধিকারিকরা প্রতি মুহূর্তে নিরাপত্তার বিষয়টি খুঁটিয়ে দেখে নিচ্ছেন। নিরাপত্তার জন্য সাড়ে ৫০০ পুলিশ ও সাড়ে ৪০০ সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছে। দলীয় কর্মী-সমর্থকদের ভিড়ে ঠাসা এসডিও গ্রাউন্ডের দর্শক আসন।

https://www.facebook.com/AbhishekBanerjeeOfficial/videos/208706111450706/

এদিন সন্ধ্যায় ডায়মন্ডহারবার এসডিও গ্রাউন্ডে প্রদীপ প্রজ্জ্বলন করে এমপি কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন এলাকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, “ফুটবল বাঙালির আবেগ। খেলায় কেউ জেতে আবার কেউ হারে। যে ভাল খেলবে, যে হারবে সে আগামী বছর খেলবে। মাঠে লড়াই থাকুক। মাঠের বাইরে যেন ভুলভ্রান্তি না হয়। নিজেদের মধ্যে মতপার্থক্যকে প্রাধান্য দিয়েও সমাজের মধ্যে ভ্রাতৃত্বকে রক্ষা করতে হবে। একে-অপরের সঙ্গে মাঠের বাইরে দূরত্ব যেন না থাকে।” ডায়মন্ড হারবার ফুটবল দলের অধিনায়কত্ব করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। ফলতা দলের অধিনায়কত্ব করেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। অনুষ্ঠান মঞ্চের পাশে তৈরি করা হয়েছে আলাদা মঞ্চ। উদ্বোধনের পর মূল মঞ্চে স্বনামধন্য সঙ্গীতশিল্পী মিকা সিংকে নিয়ে জাঁকজমকভাবে পরিবেশিত হয় সঙ্গীতানুষ্ঠান ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*