চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান নিযুক্ত হলেন সেনাপ্রধান নারাভানে

Spread the love

দেশের তিনটি বাহিনীর প্রধানদের নিয়ে গঠিত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে ৷ ৮ ডিসেম্বর বায়ুসেনার হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান দেশের প্রথম সিডিএস জেনারেল বিপিন রাওয়াত ৷ তিনি এই পদে ছিলেন ৷ তাই তাঁর মৃত্যুতে স্বভাবত খালি হয়ে যায় চিফস অফ স্টাফ কমিটির এই আসন ৷ তবে এর উত্তরসূরি হিসেবে বারে বারে সেনাপ্রধান জেনারেল নারাভানের নাম উঠে এসেছে ৷ কারণ বর্তমানে তিনজন প্রধানের মধ্যে তিনি সবচেয়ে অভিজ্ঞ, জানিয়েছে সূত্র ৷

বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী এবং নৌসেনার প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার যথাক্রমে ৩০ সেপ্টেম্বর এবং ৩০ নভেম্বর দায়িত্ব নিয়েছেন ৷ সিডিএস পদ সৃষ্টির আগে পর্যন্ত তিনটি সেনাবাহিনীর প্রধানদের মধ্যে থেকে অভিজ্ঞতম ব্যক্তিকেই চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান করা হত ৷ তাই বৃহস্পতিবার নারাভানে সেই পদে নিযুক্ত হলেন ৷

মঙ্গলবার একটি বৈঠকে মিলিত হন চিফস অফ স্টাফ কমিটির সদস্যরা ৷ তাঁরা জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা এবং ১১ জন সেনা আধিকারিকের মৃত্যুতে শোকপ্রকাশ করেন ৷ বুধবার কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় একমাত্র জীবিত সদস্য গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংও বেঙ্গালুরুর সামরিক হাসপাতালে মারা গিয়েছেন ৷

ইতিমধ্যে জেনারেল নারাভানে, রয়্যাল সৌদি সেনাবাহিনীর কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফাহিদ বিন আবদুল্লা আল-মুতায়ারের সঙ্গে ফোন কথা বলেছেন ৷ সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, তাঁদের মধ্যে দু’দেশের সামরিক সমঝোতার দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে আলোচনা হয়েছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*