কলকাতা পুরভোটে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার শেষের ২৪ ঘণ্টা আগে বৃহস্পতিবার তিনটি সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতার দলীয় প্রার্থীদের উদ্দেশে তিনটি সভাতেই তিনি বলেন, ‘‘কাউন্সিলরকে মাটির দিকে তাকিয়ে চলতে হবে। গাড়িতে ঘুমিয়ে থাকলে চলবে না।’’ সেই সঙ্গেই দুর্নীতি ও অস্বচ্ছতা সম্পর্কে দলের ভাবী কাউন্সিলরদের প্রতি তৃণমূলনেত্রীর সতর্কবার্তা, ‘‘অনেকে ভাবে, ৫০টা গাড়ি বানাই। কী দরকার? অনেকে ভাবে, যত পারি জমিয়ে যাই। যাদের কাছে সে টাকা রাখা হয়, মরে গেলে সে টাকাও তো গেল! কী লাভ?’’ বুধবার উত্তর কলকাতার সভায় সিন্ডিকেট নিয়ে হুঁশিয়ারির পরে মমতার এ দিনের এই মন্তব্যও বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে দলের একাংশ।
Be the first to comment