গোয়ায় কংগ্রেস ভেঙে তৃণমূলে যোগদানের স্রোত অব্যাহত। এবার কংগ্রেস থেকে পদত্যাগ করে তৃণমূলে যোগদানের জন্য কলকাতায় এলেন আরও এক বিধায়ক। ওই বিধায়কের নাম অ্যালেক্সিও রেজিনাল্ডো লৌরেনকো। তিনি গোয়া কংগ্রেসের কার্যকরী সভাপতি ৷ এদিন সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানালেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেন এবং বিধায়ক তাপস চট্টোপাধ্যায়।
তৃণমূল সূত্রে খবর, এই বিধায়ক কলকাতায় এসেছেন শুধুমাত্র তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্যই। মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরের সময় আলেমাও চার্চিল এনসিপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন। তৃণমূল সুপ্রিমো সফরকালে তিনি বিধানসভায় তাঁর দল ছাড়ার কথা লিখিতভাবে স্পিকারকে জানিয়েছিলেন।
একইভাবে অ্যালেক্সিও রেজিনাল্ডোও অধ্যক্ষকে তাঁর পদত্যাগপত্র জমা দিয়ে কলকাতায় তৃণমূল কংগ্রেসে যোগদানের জন্যই এসেছেন। এর আগে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসের লুইজিনহো ফেলেইরো সদবদলে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন। তারপর থেকে গোয়ায় অনেকেই ঘাসফুলে শিবিরে এসেছেন।
প্রসঙ্গত, বড়দিনের আবহেই গোয়া যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উৎসবের সপ্তাহে তিনি গোয়ার মানুষের সঙ্গে সময় কাটাবেন ৷ তাঁর গোয়া সফরে তৃণমূলের সংগঠনেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হতে পারে বলে খবর। তার আগেই এইভাবে কংগ্রেস বিধায়কের সরাসরি তৃণমূল কংগ্রেসে যোগদান গোয়ার রাজনীতিতে হইচই ফেলে দেবে নিঃসন্দেহে।
এখানে উল্লেখ করা প্রয়োজন, আগামী ফেব্রুয়ারি মাসেই গোয়া বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগেই সেখানে নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করছে তৃণমূল ৷ ইতিমধ্যেই তারা এমজিপি পার্টির সঙ্গে জোটও তৈরি করেছেন । মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই গোয়ার মাটিতে দাঁড়িয়ে বলে এসেছেন, বিজেপির বিকল্প এই মুহূর্তে একমাত্র তৃণমূল। এখন দেখার সেই যুদ্ধে নতুন করে এই কংগ্রেস বিধায়কের যোগদান ভোট বাক্সে তৃণমূল কংগ্রেসকে কতটা সুবিধা এনে দিতে পারে!
Be the first to comment