নতুন বছরেই ত্রিপুরা সফরে যাচ্ছেন অভিষেক, দু’‌দিন থেকে তৈরি করবেন স্ট্র্যাটেজি

Spread the love

বড়দিনের মরশুমে তাঁর গোয়া যাওয়ার কথা। আর নতুন বছরেই পা রাখবেন ত্রিপুরায় কারণ ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে গোয়ায় বিধানসভা নির্বাচন। আর ২০২৩ সালে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে কলকাতা পুরসভার ফলাফল নিয়ে তিনি দুই রাজ্যে প্রচার করবেন বলে খবর। তাই এখন এই দুই রাজ্যই পাখির চোখ তৃণমূল কংগ্রেসের। হ্যাঁ, তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, অভিষেক বন্দোপাধ্যায় ত্রিপুরা সফরের দিনক্ষণ স্থির করা হয়েছে। আগামী ২–৩ জানুয়ারি ত্রিপুরাতে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দু’‌দিনে ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়িতে যাবেন তিনি। সেখান থেকে কয়েকজনের সঙ্গে যোগাযোগ করবেন তিনি। ত্রিপুরা পুরসভায় বিরোধী দল হিসাবে তৃণমূল কংগ্রেসের ভূমিকা কি হবে তাও ঠিক করবেন তিনি।

উল্লেখ্য, নভেম্বর মাসেই ত্রিপুরা সফরে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন তাঁর পদযাত্রায় অনুমতি দেওয়া হয়নি। ২৬ ডিসেম্বর তিনি গোয়া যাচ্ছেন। ওখান থেকে ফিরে নতুন বছরে ত্রিপুরা যাবেন তিনি। সেখানেই তৈরি হবে নয়া রাজনৈতিক স্ট্র‌্যাটেজি। সেখানে তাঁর একাধিক কর্মসূচি থাকছে। কয়েকজন বিধায়কের সঙ্গে তাঁর দেখা হতে পারে বলে জানা যাচ্ছে।

আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস নির্ণায়ক ভূমিকা নিতে চায়। তাই মেঘালয়, গোয়া, ত্রিপুরা, হরিয়ানায় সংগঠন মজবুত করতে চায় তারা। সেদিক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। কিছুদিন আগেই তিনি গোয়া সফরে গিয়েছিলেন। এবার ত্রিপুরা সফরে যাবেন। ত্রিপুরায় বারবার যে হামলা তৃণমূল কংগ্রেসের উপর হয়েছিল সেটাও তুলে ধরা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*