এই জয় মমতা বন্দ্য়োপাধ্যায়ের, জয়ের পর প্রতিক্রিয়া ক্ষিতি কন্যা বসুন্ধরার

Spread the love

এবারের কলকাতা পৌরভোটে ৯৬ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছিলেন বসুন্ধরা গোস্বামী ৷ বাম আমলে রাজ্যের মন্ত্রী তথা প্রয়াত আরএসপি নেতা ক্ষিতি গোস্বামীর কন্যা তিনি ৷ মঙ্গলবার বেরিয়েছে কলকাতা পৌরনিগমের ভোটের ফল ৷ প্রত্যাশিত জয় পেয়েছেন ক্ষিতি কন্যা ৷ নিজের এই জয় সম্পূর্ণ কৃতিত্ব তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে দিয়েছেন তিনি ৷

জয়ের পর তিনি বলেন, “এই জয় মমতা বন্দ্য়োপাধ্যায়ের জয় ৷ তাঁর উন্নয়নের কাজের জয় ৷ তারই প্রতিফলন ধরা পড়েছে ৷ উন্নয়নই চায় তিলোত্তমা, তাই এই জয় ৷” বসুন্ধরা এদিন আরও বলেন, “আমার বাবা বামপন্থী রাজনীতি করতেন, কিন্তু আমি কোনও দিন কোনও বামপন্থী দলের সদস্য ছিলাম না ৷”

জয়ের পর এদিন একটি ফেসবুক পোস্টও করেন বসুন্ধরা গোস্বামী ৷ সেখানে তিনি লেখেন, “কাজ চায় মানুষ । কাজ দেয় সরকার । বিরোধিতার কী দরকার । এভাবেই মানুষ ভাবতে শিখেছে । তাই ভোট দিয়েছে একচেটিয়া । বিরোধীদের বিদায় দিয়া । সবাই চায় এলাকার উন্নয়ন । তাই আজ অরন্ধন । ওয়ার্ডে ওয়ার্ডে মানববন্ধন । মোড়ে মোড়ে খিচুড়ি রন্ধন । বাংলা জুড়ে একটি গান তিলোত্তমার উন্নয়ন । আর আকাশ বাতাসে উড়ছে ফানুস । মা মাটি মানুষ, মা মাটি মানুষ ।” বসুন্ধরা জানিয়েছেন, কাউন্সিলর হিসেবে তাঁর প্রথম কাজ হবে নিজের ওয়ার্ডে জল জমার সমস্যার সমাধান করা ৷

https://www.facebook.com/permalink.php?story_fbid=227596106156214&id=128181866097639

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*