রাজ্যে বাড়ছে ওমিক্রন আতঙ্ক, আট দফার নতুন নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

Spread the love

রাজ্যে এখন পর্যন্ত ওমিক্রনের বাড়বাড়ন্ত দেখা যায়নি ঠিকই, তবে সতর্কতায় খামতি রাখতে চায় না প্রশাসন। বিদেশ থেকে আসা একাধিক যাত্রী শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে ইতিমধ্যেই। এখনও পর্যন্ত তাঁরা ওমিক্রন পজিটিভ কি না, তা নিশ্চিত করা যায়নি। এই অবস্থায় রাজ্যে নতুন নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর। আন্তর্জাতিক উড়ানে আসা যাত্রীরা কলকাতা বিমানবন্দরে নামার পরে কোভিড পজিটিভ হলে তাঁদের গন্তব্যে যেতে দেওয়া হবে না। আইসোলেশনে রাখা হবে বলে নির্দেশ দেওয়া হল স্বাস্থ্য ভবনের তরফে।

ওমিক্রনের বাড়বাড়ন্ত নিয়ন্ত্রণে রাখতেই নতুন আইসোলেশন প্রোটোকল জারি হল রাজ্যে। বিদেশ থেকে আসা যাত্রী কোভিড পজিটিভ হলেই পৃথকভাবে রাখতে হবে তাঁকে। ঝুঁকিপ্রবণ দেশ থেকে এলে, বিমানবন্দরে নামা মাত্র নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলে জিনোম সিকোয়েন্সিংয়ে দ্রুত নমুনা পাঠানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। ওমিক্রন সন্দেহভাজনদের জন্য পৃথক আইসোলেশন ওয়ার্ড বা ঘরের ব্যবস্থা করা হচ্ছে, যেখানে অন্য কোনও কোভিড পজিটিভ রোগীকে রাখা যাবে না।

শুধু তাই নয়, থাকতে হবে পৃথক শৌচালয়। ওই রোগীর ঘরে পিপিই কিট পরে প্রবেশ করা বাধ্যতামূলক। আইসোলেশন ওয়ার্ড থেকে যাতে সংক্রমণ না ছড়ায়, সে ব্যাপারে জোর দেওয়া হয়েছে। ওমিক্রন সন্দেহভাজনকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ওয়ার্ডের বাইরে নিয়ে যেতে হলে খুব কম সময়ের মধ্যে যাতে তা করা হয়, সেটি নিশ্চিত করার কথা বলেছে রাজ্য স্বাস্থ্য দফতর। ওমিক্রন আক্রান্তের দু’টি নেগেটিভ রিপোর্ট না আসা পর্যন্ত হাসপাতালেই রাখতে হবে তাঁকে।

প্রতিদিন‌ই রাজ্যে ওমিক্রন সন্দেহভাজনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে ওমিক্রন যাতে রাজ্যে ডেল্টার মতো ছড়িয়ে না পরে সে জন্য আট দফা নির্দেশ দেওয়া হয়েছে নতুন আইসোলেশন প্রোটোকলে। রাজ্যে ওমিক্রনের বিপদ যে আসন্ন, এই নির্দেশিকা তারই ইঙ্গিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*