কলকাতা পুরভোটে বিপুল জয় পেয়েছে তৃণমূল। তবে জয়লাভের পর হাত গুটিয়ে বসে থাকলে হবে না কাউন্সিলরদের। কারণ, কাজই মানদণ্ড। বৃহস্পতিবার মহারাষ্ট্র নিবাসে পুরভোট পরবর্তী বৈঠকে নবনির্বাচিত কাউন্সিলরদের বার্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামী ৬ মাস পর কে কী কাজ করলেন, সে সংক্রান্ত রিপোর্ট কার্ড খতিয়ে দেখবেন বলেও জানান তৃণমূল সুপ্রিমো।
মানুষের স্বার্থে কাজ করাই যে নেতানেত্রীদের কাজ, সেকথা আগেও বারবার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিশ্বাস করেন সাধারণ মানুষের মন জেতার ক্ষেত্রে একমাত্র হাতিয়ার উন্নয়ন। আর সেই হাতিয়ারকে কাজে লাগিয়ে লোকসভা, বিধানসভা নির্বাচন এবং কলকাতা পুরভোটে জয়ের হাসি হেসেছে তৃণমূল। তাই নবনির্বাচিতদের কাউন্সিলরদের উন্নয়নের কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা তৃণমূল সুপ্রিমোর।
এ প্রসঙ্গে সদ্য জয়ী কাউন্সিলরদের তিনি বলেন, “এখন তো ৫ বছর হাতে আছে তা ভাবলে হবে না। আমি ৬ মাস বাদে রিপোর্ট নেব। কে কাজ করল কে করল না, সরকার ব্যবস্থা নেবে। কথা কম কাজ বেশি। বিজেপি, সিপিএম করে এটা। বিবৃতি বেশি দেয়।”
আগামী দিনে ঠিক কী কাজ করা প্রয়োজন, সদ্য জয়ী কাউন্সিলরদের সে দিক নির্দেশও করেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, “আজ থেকেই এলাকা পরিষ্কার করা শুরু করবেন। শপথ নেননি এখনও। নিয়ে নেবেন। কিন্তু আজ থেকেই কাজ। হোর্ডিং খুলে রাস্তা পরিষ্কার করুন। রাস্তা দিয়ে যখন যাবেন তাকিয়ে যাবেন। কোথায় রাস্তা ভাঙা, আলো নেই। আমি কতগুলো রাস্তা দেখেছি। যে দায়িত্বে আসবে, পিচের উপর পিচ লাগিয়ে দেয়। মঝেরহাট ব্রিজে এটা করেছিল। আগে তো খুড়বে। এখন সব অনলাইনে হচ্ছে। মানুষকে পরিষেবা আগে। তার জন্য যেন কাউকে হয়রানি না হতে হয়। গাদা গাদা টাকা নিয়ে চলে গেল কাজ হল না তা হবে না। জনগণের পয়সার হিসাব রাখতে হয়। হাতে টাকা কম।”
Be the first to comment