পড়ুয়াদের একঘেয়েমি কাটাতে এবার অভিনব উদ্যোগ গ্রহণ করল রাজ্য সরকার। এবার থেকে রাজ্য সরকারের অধীন প্রতিটি স্কুলে গানের ক্লাস করানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে একটি বৈঠকে এই ঘোষণা করেন তিনি। সপ্তাহে একদিন, অর্থাৎ মাসে চারদিন এই ক্লাস করানো হবে।
এর আগেও পড়ুয়াদের উপর থেকে পড়াশোনার চাপ কমানোর জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। স্কুল পর্যায়ে ফিরিয়ে আনা হয় খেলাধুলা। এছাড়াও, আরও বেশ কিছু ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে রয়েছে মহাত্মা গান্ধীর নামে একটি বিশ্ববিদ্যালয় গঠন করার সিদ্ধান্ত। পূর্ব মেদিনিপুরের তমলুকে এই বিশ্ববিদ্যালয় গঠন করা হবে বলে জানান তিনি।
এর আগে বেশ কিছু মজার খেলা প্রাথমিক স্কুলগুলিতে ফিরিয়ে এনেছিল রাজ্য সরকার। কিতকিত, কুমির ডাঙ্গা, লুকোচুরির মতো বেশ কিছু মাজাদার খেলা প্রাথমিক স্তরের স্কুলে শুরু করা হয়। এর জন্য প্রতিদিন দুপুর একটা দশ থেকে একটা পঞ্চাস পর্যন্ত সময় বরাদ্দ করা হয়। ইনডোর খেলা ধুলোয় অভ্যস্ত হয়ে পড়া শিশুদের মধ্যে এই খেলাগুলি ফিরিয়ে আনার লক্ষেই এই পদক্ষেপ গ্রহণ করে স্কুল শিক্ষা দফতর।
গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পুরনা খেলাগুলিকে বাঁচিয়ে রাখতে ও এই সকল খেলার সঙ্গে শিশুদের অবগত করতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়।
Be the first to comment