মহামারীর বিরুদ্ধে লড়াই শেষ হয়ে যায়নি; ওমিক্রন আটকাতে দেশকে বার্তা প্রধানমন্ত্রীর

Spread the love

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৫০ জন। ওমিক্রন আতঙ্কও অব্যাহত।

এরই মধ্যে বড়দিনের উৎসব, নতুন বছর বরণের আনন্দ। এই পরিস্থিতিতে দেশবাসী যেন করোনাবিধি না ভুলে যান, সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 
দেশের বেশ কয়েকটি অংশে কোভিড -১৯-এর  নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়েছে। বিশেষত মহারাষ্ট্রে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার তাঁর বক্তব্যে ফের একবার জোর দেন করোনা বিধি মেনে চলার বিষয়ে। বলেন, ‘ মহামারীর বিরুদ্ধে লড়াই শেষ হয়ে যায়নি ।

প্রধানমন্ত্রী ওমিক্রন আক্রান্ত  রাজ্যগুলিতে কেন্দ্রীয় দল পাঠানোর নির্দেশ দিয়েছেন। তাঁরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে রিপোর্ট প্রস্তুত করবে। যেসব রাজ্যে ওমিক্রন কেস বাড়ছে কিংবা স্বাস্থ্য পরিকাঠামো পর্যাপ্ত নেই, সেখানে যাবে কেন্দ্র থেকে পাঠানো দল। ক্রিসমাস এবং নববর্ষ  উৎসবের আমেজ ইতিমধ্যেই এসে গিয়েছে। প্রধানমন্ত্রী ওমিক্রনের উচ্চ-পর্যায়ের বৈঠকে বলেন, যেসব জায়গায় ভাইরাসের দাপট বাড়ছে, সেখানে আরও বেশি করে নজর দিতে হবে। চিহ্নিত করতে হবে হটস্পটগুলি।  

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*