বড়দিনের আগে বড় চমক দিল বিধাননগর কমিশনারেট। এর আগে একাধিকবার বিধাননগর থেকে সামনে এসেছে মহিলা হেনস্থার ঘটনা ৷ তার ওপর বড়দিন থেকে শুরু করে ৩১ ডিসেম্বর অবধি ভিড় বাড়বে কলকাতার বিভিন্ন এলাকায় ৷ আর তাই নারী সুরক্ষার কথা মাথায় রেখে এবার সল্টলেকের রাস্তায় নামল উইনার্স টিম । কলকাতা পুলিশের আদলেই তৈরি করা হয়েছে এই মহিলা উইনার্স টিমকে।
বিধাননগর সিটি পুলিশ সূত্রের খবর, মূলত বড়দিন এবং ৩১ ডিসেম্বরকে মাথায় রেখেই এই উইনার্স টিম বানানো হয়েছে। আজ এই বিশেষ বাহিনীর উদ্বোধন করেন বিধাননগর সিটি পুলিশের নগরপাল সুপ্রতিম সরকার। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি কমিশনারেট ও জেলা পুলিশে মহিলাদের উইনার্স টিম গড়ার কথা জানান। তারপরেই এই উদ্যোগ নিল বিধাননগর কমিশনারেট।
সূত্রের খবর, এই উইনার্স টিম গড়া হয়েছে কলকাতা পুলিশের কায়দায়। সল্টলেকের একাধিক আইটি সেক্টরের রাস্তায় টহল দেবে এই টিম। বড়দিন ও ৩১ ডিসেম্বর সল্টলেকের একাধিক পার্কের বাইরে ও মহিলা কলেজের বাইরে মহিলাদের নিরাপত্তার দায়িত্বে থাকবে এই উইনার্স টিম ৷ উৎসবের মধ্যে যাতে কোনও অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে না হয়, সেই কারণেই এই পদক্ষেপ বিধাননগর কমিশনারেটের।
Be the first to comment