বুধবারের থেকে বৃহস্পতিবার সামান্য বাড়ল তিলোত্তমার তাপমাত্রা। এদিন কলকাতার তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার কোনও হেরফের হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত আরও একদিন চলবে বলে খবর৷ এরপর তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে৷ কিন্তু কলকাতা ছাড়া সব জেলাতেই শৈত্যপ্রবাহ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷
এদিকে, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ঘন কুয়াশার জেরে ব্যাহত রেল ও সড়ক পরিষেবা।
Be the first to comment