বিদেশিদের দ্বারা শিশু দত্তক নিষিদ্ধ করল ইথিওপিয়া

Spread the love

আমেরিকান মাগরিকরা সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেসব শিশু দত্তক নেন, তার সবচেয়ে বড় উৎসই হল ইথিওপিয়া। আমেরিকাতে আন্তর্জাতিকভাবে দত্তক নেওয়া শিশুদের প্রায় কুড়ি শতাংশই ইথিওপিয়ার। সে দেশ থেকে দত্তক নেওয়া শিশুরা বিদেশে অবহেলা ও নির্যাতনের মধ্যে বড় হচ্ছে, এই ধরনের আশঙ্কা তৈরী হতেই সে দেশ থেকে বিদেশি নাগরিকদের শিশু দত্তক নেওয়া নিষিদ্ধ করা হয়েছে।
ইথিওপিয়া থেকে অনেক আমেরিকাল সেলিব্রিটি শিশু দত্তক নিয়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম হলিউড তারকা ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। তবে ২০১৩ সালে আমেরিকাতে এক দম্পতি ইথিওপিয়া থেকে দত্তক নেওয়া একটি শিশুকে হত্যার দায়ে দোষীও সাব্যস্ত হয়েছিলেন। দুইবছর আগে ডেনমার্কও ইথিওপিয়া থেকে শিশু দত্তক নেওয়া বন্ধ করে দিয়েছিল। ডেনমার্ক বলেছিল এই দত্তক নেওয়ার সঙ্গে সম্ভাব্য শিশু পাচারের সম্পর্ক থাকতে পারে বলে তারা সন্দেহ করছে। সব কিছু নিয়েই এক আশঙ্কার পরিপ্রেক্ষিতে ইথিওপিয়ার সরকার এই ধরণের সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*