সংক্রান্তিতে বসবে গঙ্গাসাগর মেলা। সাগর দ্বীপে উৎসবের প্রস্তুতি তুঙ্গে। কপিলমুণীর আশ্রমকে কেন্দ্র করে কয়েক লক্ষ পূণ্যার্থীর সমাবেশ ঘটবে। কেমন হচ্ছে প্রস্তুতি? তা খতিয়ে দেখতে রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক, প্রশাসনিক কর্তাদের সঙ্গে সোমবার নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ, কোভিড-বিধির দিকটিতে ভালো করে নজরদারি করতে হবে। চলবে অতিরিক্ত বাস ও ট্রেন। সরজমিনে মেলা প্রস্তুতি দেখতে মঙ্গলবার গঙ্গাসাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
গঙ্গাসাগর মেলা ঘিরে কী প্রস্তুতি?
- হাওড়া এবং শিয়ালদহ-নামখানা রুটে অতিরিক্ত ৭০টি ট্রেন চলবে।
- চলবে বাড়তি সরকারি-বেসরকারি বাস। মেলার দিনগুলিতে চলবে ২,২৫০টি বাস।
- মানুষকে সচেতন করতে মেলায় ১০০০টি স্বেচ্ছাসেবী সংস্থার সাড়ে ৬ হাজার স্বেচ্ছাসেবক থাকবেন।
- নজরদারির জন্য মেলায় থাকছে ১,০৫০টি সিসিটিভি।
- অগ্নিকাণ্ড রুখতে থাকছে ২৫টি ইঞ্জিন ও ১০টি অস্থায়ী ফায়ার স্টেশন।
- করোনা রুখতে মেলায় ১৩টি মেডিক্যাল স্ক্রিনিং ক্যাম্প থাকবে।
- কলকাতায় ময়দান থেকে সাগরগামী বাসে ওঠার আগে হবে RT-PCR টেস্ট। থাকছে ১৩টি পৃথক ক্যাম্প।
- মেলায় ৬০০ শয্যার একটি কোভিড হাসপাতাল ও ৫টি আইসোলেশন সেন্টারের আয়োজন রয়েছে।
- সকলকে মাস্ক পরতে হবে। মাস্ক বিলি করবে সরকার এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলি। মানতে হবে শারীরিক দূরত্ববিধি।
মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রত্যেকবারের মতো এবারও মেলাকে সুরক্ষিত করতে নজরদারিতে থাকছেন রাজ্যের একাধিক মন্ত্রী। কে কোন অংশে থাকবেন, কী কাজের দেখভাল করবেন মন্ত্রীরা, তা এদিন জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেলায় যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, কেই উস্কানিমূলক কিছু না করে সেদিকে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
Be the first to comment