শিলিগুড়িতে গৌতম দেব-বিনয় তামাং দীর্ঘ বৈঠক, কথা পুরভোট নিয়ে

Spread the love

শিলিগুড়ি পুর নিগমের ভোটের দিন ঘোষণা হতেই তৃণমূল নেতা গৌতম দেবের সঙ্গে সোমবার বৈঠক সারলেন বিনয় তামাং।  দিন কয়েক আগেই গোর্খা জনমুক্তি মোর্চার প্রাক্তন দাপুটে নেতা বিনয় কলকাতায় এসে তৃণমূলে যোগ দেন। ওই দিন তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই আমি।’ এদিনও তিনি একই কথার পুনরাবৃত্তি করেন। জিটিএর প্রাক্তন চেয়ারম্যান বিনয় জানান,বিমল গুরুংকে সঙ্গে নিয়ে পাহারের উন্নয়নের জন্য তিনি তৃণমূলের হয়ে কাজ করতে চান।

সোমবারই বিনয় তামাং কলকাতা থেকে শিলিগুড়ি ফেরেন। এদিন শিলিগুড়ি পুর নিগমে পুর প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেবের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন বিনয়। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিনয় জানান, শিলিগুড়ি পুর এলাকায় বসবাসকারী গোর্খা ভাই-বোনেদের কাছে তৃণমূলকে সমর্থন করার জন্য আবেদন করা হবে।

মোর্চার আর এক নেতা বিমল গুরুংকেও পাশে পেতে চান বিনয়। তিনি বিমলের সঙ্গেও শীঘ্রই বৈঠকে বসবেন বলে সূত্রের খবর। গত বছর চারেক ধরে বিমলের সঙ্গে বিনয়ের সম্পর্ক ছিল অত্যন্ত তিক্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনয়কেই জিটিএ-র চেয়ারম্যান করেছিলেন।

বিজেপি ও নীরজ জিম্বা প্রসঙ্গে বিনয়ের বক্তব্য, গোর্খাল্যান্ডের কথা বলে বিজেপি পাহাড়বাসীকে ইমোশনাল ব্ল্যাকমেল করছে। আর এসব বরদাস্ত করা হবে না। গৌতম দেব জানান, বিনয়ের সঙ্গে শুধুমাত্র পাহাড়ের উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। পরে শিলিগুড়ি পুর নিগম ও উত্তরবঙ্গের অন্যান্য পুরসভার ভোট নিয়ে বিনয়ের সঙ্গে কথা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*