‘এখনই স্কুল-কলেজ বন্ধের কথা বলিনি’, এবার রাজ্যের ওমিক্রন পরিস্থিতি প্রসঙ্গে বলতে গিয়ে এমনই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘রাজ্যের করোনা পরিস্থিতির উপর আমরা প্রতি মুহূর্তে নজর রাখছি। উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। কোনওভাবেই উত্তেজনা ছড়াবেন না।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ছাত্র-ছাত্রীদের সুরক্ষিত রাখা আমাদের কাছে প্রাথমিকতা পাচ্ছে। পুরো পরিস্থিতি আমরা গুরুত্ব দিয়ে রিভ্য়িউ করছি।’ এখনই সব বন্ধ করার প্রয়োজন নেই বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ছাত্র-ছাত্রীদের সুরক্ষিত রাখা আমাদের কাছে প্রাথমিকতা পাচ্ছে। পুরো পরিস্থিতি আমরা গুরুত্ব দিয়ে রিভ্য়িউ করছি।’ এখনই সব বন্ধ করার প্রয়োজন নেই বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডগ্রাফ ঊর্ধ্বমুখী। রাজ্যের অন্যান্য জেলাগুলির মধ্যে সর্বোচ্চ সংক্রমণ দেখছে কলকাতা। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কলকাতায় বিভিন্ন রাজ্য, বিদেশ থেকে মানুষজন আসে।’ আর বিদেশ থেকে আগত যাত্রীরা কলকাতার কোভিড গ্রাফে প্রভাব ফেলছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কলকাতা বিমানবন্দরে উপযুক্ত কোভিড পরীক্ষার ব্যবস্থা রয়েছে এবং কোনওভাবেই যাতে অন্যান্য দেশ থেকে আগত যাত্রীদের থেকে সংক্রমণ ছড়িয়ে না পড়ে সেই বিষয়ে তৎপর প্রশাসন।
ওমিক্রন প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ব্রিটেন থেকে আগতদের দেহে ওমিক্রন সংক্রমণ বেশি পাওয়া যাচ্ছে। আমরা পরিস্থিতি খতিয়ে দেখছি। নজর রাখা হচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতির উপর।’ এদিকে এই ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ দেখার পর প্রশ্ন উঠছিল, তবে কি বর্ষবরণের উৎসব বাতিলের জন্য নির্দেশিকা জারি করবে সরকার? এই প্রশ্নের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ইঙ্গিত দেন, এই ধরনের কোনও নির্দেশিকা জারির পরিকল্পনা এখনও পর্যন্ত নেই সরকারে।
Be the first to comment