ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কর্মসূচি আটকে দিল ত্রিপুরা প্রশাসন। অন্য দলের অনুষ্ঠানের অজুহাতে বাতিল করা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদকের দু’টি কর্মসূচি। অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগেই ত্রিপুরা প্রশাসনের তরফে চিঠি দিয়ে এ কথা জানানো হয়েছে। স্বাভাবিকভাবেই তাদের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ তৃণমূল। টুইটারে ঘাসফুল শিবিরের আক্রমণ, “ভয় পাচ্ছেন বিপ্লব দেব।”
বারামুড়ার ইকো পার্কে আদিবাসীদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল অভিষেকের। তার পর তেলিয়ামুড়াতে এক দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ করার কথা ছিল তাঁর। সেখানে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করার কথা ছিল তাঁর। ইকো পার্কের কর্মসূচিতে অনুমতি দিল না জেলা প্রশাসন।
তেলিয়ামুড়ার এসডিপিও অফিস থেকে জারি করা চিঠিতে বলা হয়েছে, বারামুড়া ইকো পার্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদিবাসীদের সঙ্গে দেখা করার কথা ছিল। তা বাতিল হয়ে গিয়েছে। ইতিমধ্যে একই স্থানে আরেকটি অনুষ্ঠানের জন্য অন্য একটি সংগঠনকে অনুমতি দেওয়া হয়েছে। যেখানে প্রতিমন্ত্রী মেবারকুমার জামাতিয়াও উপস্থিত থাকবেন।
Be the first to comment