দেশে কোভিডের তৃতীয় ঢেউ ঢুকে পড়েছে। এমনটাই জানালেন দেশের কোভিড টাস্ক ফোর্সের প্রধান চিকিৎসক এন কে অরোরা। সরকারি তথ্য বলছে, দেশের মোট ওমিক্রন আক্রান্তের ৭৫ শতাংশই মুম্বই, দিল্লি, কলকাতার মতো মেট্রো শহরগুলি থেকে ধরা পড়েছে।
গোটা দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৯২। ইতিমধ্যেই ৭৬৬ জন সুস্থ হয়ে উঠেছেন। কোভিডের এই নতুন রূপে সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যে ওমিক্রনে আক্রান্ত ৫৬৮ জন। তার পরই রয়েছে দিল্লি (৩৮২), কেরল (১৮৫), রাজস্থান (১৭৪), গুজরাত (১৫২) এবং তামিলনাড়ু (১২১)। পঞ্চাশের উপরে ওমিক্রন আক্রান্ত তেলঙ্গানা, কর্নাটক এবং হরিয়ানা। তার পরই রয়েছে ওড়িশা (৩৭) এবং পশ্চিমবঙ্গ (২০)।
Be the first to comment