টেস্ট বাড়তেই ফের ঊর্ধ্বমুখী সংক্রমণ, রাজ্যে দৈনিক আক্রান্ত ৯,০৭৩

Spread the love

এক ধাক্কায় ফের অনেকটা বাড়ল রাজ্যের কোভিড সংক্রমণ। মঙ্গলবার স্বাস্থ্য দফতর জানিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ন’ হাজার ৭৩ জন। যা নিয়ে এদিন অবধি মোট ১৬ লাখ ৬৪ হাজার ৩০১ জন মারণ ভাইরাসে আক্রান্ত হলেন। জানা গিয়েছে, এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের মোট সংখ্যা ২৫ হাজার ৪৭৫। নমুনা পরীক্ষা হয়েছিল ৪৭ হাজার ৮৬৪ জনের।

এই মুহূর্তে রাজ্যের পজিটিভিটির হার ১৮.৯৬ শতাংশ। এদিকে রাজ্যে কোভিড মৃত্যুর সংখ্যা ১৬। এদিনের হিসাব অনুযায়ী, রাজ্যে মোট কোভিড মৃত্যুর সংখ্যা ১৯ হাজার ৮১০। এদিকে সুস্থ হয়েছেন তিন হাজার ৭৬৮ জন। যা নিয়ে এদিন অবধি মোট সুস্থ হয়েছেন ১৬ লাখ ১৯ হাজার ১৬ জন।

এদিন শুধুমাত্র কলকাতায় আক্রান্তের সংখ্যা চার হাজার ৭৫৯। আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় আক্রান্তের সংখ্যা এক হাজার ৩৯১। হাওড়ায় আক্রান্ত হয়েছেন ৬৯৮ জন। দক্ষিণ ২৪ পরগনায় ৫২৫ জন আক্রান্ত হয়েছেন। হুগলিতে ৪০০ জন করোনা আক্রান্ত হয়েছেন।

সোমবার বিভিন্ন মেডিক্যাল কলেজ ও জেলা স্বাস্থ্য আধিকারিকদের জন্য সার্কুলার করে সব জেলা প্রশাসন ও সরকারি ল্যাবকে করোনা পরীক্ষার ‘টার্গেট’ ধরানো হয়েছে। আপাতত দৈনিক কমপক্ষে ২৫ হাজার RT-PCR এবং ৩০ হাজার র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট (RAT)-সহ রোজ মোট ৫৫ হাজার কোভিড টেস্ট করতে হবে। সরকারি ল্যাবগুলির মধ্যে সবচেয়ে বেশি টার্গেট ধরানো হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল ও বাঁকুড়া সম্মিলনী (১৫০০ করে) এবং PG-কে (১৪০০)। জেলা ও পুরসভাগুলির মধ্যে সর্বোচ্চ দৈনিক টার্গেট দেওয়া হয়েছে যথাক্রমে উত্তর ২৪ পরগনা ও হুগলি (৪০০০ করে) এবং কলকাতা পুরসভাকে (৪৩০০)।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*